শহিদ আফ্রিদি
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সাকিবের দখলে
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন। রবিবার শারজাহতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেট নিয়ে পাকিস্তানি কিংবদন্তি খেলোয়াড় শহিদ আফ্রিদিকে ছাড়িয়ে এ রেকর্ড নিজের করে নেন তিনি।
বাংলাদেশি তারকা খেলোয়াড় সাকিব ২৯ ম্যাচে ৪১ উইকেট সংগ্রহ করে এ তালিকার শীর্ষে আছেন। এর আগে সমান ৩৯ উইকেট নিয়ে সাকিব ও আফ্রিদি যৌথভাবে শীর্ষে ছিলেন।
বৃহস্পতিবার মাস্কাটে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলায় পাপুয়া নিউগিনির বিরুদ্ধে মাত্র ৯ রান দিয়ে চার উইকেট নেন সাকিব। যা তাকে এই রেকর্ডে পৌঁছে দেয়। আর সাকিবের অল্প রানে চার উইকেট নেয়া বাংলাদেশকে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ৮৪ রানের বিশাল জয় এনে দেয়। এছাড়া এ জয়ের ফলে বিশ্বকাপে টাইগারদের সুপার টুয়েলভে স্থানটিও নিশ্চিত হয়ে যায়।
আরও পড়ুন: সুপার টুয়েলভে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
বিশ্বকাপের সুপার টুয়েলভে টাইগাররা
ওমানের বিপক্ষে জয় 'টাইগারদের জন্য বড় স্বস্তি'
৩ বছর আগে