ইডেন অটো মোটরসাইকেল শোরুম
মিরপুরে ডাকাতি: ধামরাই ও কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার ৬
রাজধানীর মিরপুরের শ্যামলীবাগের ইডেন অটো মোটরসাইকেল শোরুমে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে অভিযান চালিয়ে ঢাকার ধামরাই ও কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডাকাতির মাস্টারমাইন্ড মো. জহিরুল ইসলাম (৩৩), জসিম উদ্দিন (৩৪), মো. জাহিদুল ইসলাম শিকদার (২৬), মো. খাইরুল ভূঁইয়া (২০), মো. রাকিব হাসান (২০) ও মো. নয়ন (২৮)।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র এবং শোরুম থেকে লুট করা এক লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করে র্যাব।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারের পর তারা ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ অক্টোবর সন্ধ্যায় ইডেন অটো মোটরসাইকেল শোরুমে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে ব্যবস্থাপক ওদুদ সজীব ও মোটর টেকনেশিয়ান নূর নবী হাসানকে আক্রমণ করে ডাকাত চক্রের সদস্যরা। এ সময় তারা শোরুমের গ্লাস, কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর করে এবং ক্যাশ ড্রয়ার ভেঙ্গে নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ও একটি ডেস্কটপ মনিটর লুট করে নিয়ে যায়।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার
মিতু হত্যা: বেনাপোল থেকে ভোলা গ্রেপ্তার
৩ বছর আগে