মাহমুদ সাজ্জাদ
বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। রবিবার, ২৪ অক্টোবর দুপুর আড়াইটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা পজিটিভ হওয়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ভালো হয়ে উঠেন। কিন্তু করোনা পরবর্তী জটিলতার কারণে তাকে আবারও আইসিইউতে ভর্তি করা হয় এবং মৃত্যু আগ পর্যন্ত সেখানেই তিনি ৫৪ দিন চিকিৎসাধীন ছিলেন।
সোমবার সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে মাহমুদ সাজ্জাদের লাশ নিয়ে যাওয়া হবে। পরে তাকে ময়মনসিংহে তার পৈতৃক বাড়িতে দাফন করা হবে।
একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে মাহমুদ সাজ্জাদ প্রশংসিত পরিচালক ও শহীদ বুদ্ধিজীবী জহির রায়হান পরিচালিত ‘সংসার’ চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, আজিজ আজহারের ‘আপন পর’ এবং ‘চোখের জলে’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি বিনোদন জগতে বেশ পরিচিত মুখ।
ছাত্রজীবনে তিনি থিয়েটার গ্রুপ 'নাট্যচক্র নাট্যদল'-এ যোগ দিয়েছিলেন এবং ‘লেট দিয়ার বি লাইট’ এবং ‘স্পার্টাকাস’ এর মতো বিখ্যাত নাটকে অভিনয় করেছিলেন।
টেলিভিশন নাটক ও ধারাবাহিকে নিয়মিত মুখ ছিলেন মাহমুদ সাজ্জাদ। তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক নাটক 'সকাল সন্ধ্যা'।
আরও পড়ুন: অভিনেতা, নাট্যকার কায়েস চৌধুরী আর নেই
বিশিষ্ট নাট্যকার ড. ইনামুল হক আর নেই
বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক হারুন আর নেই
৩ বছর আগে