অন্তর্বতীকালীন সরকার
সেনা সদর দপ্তরে প্রধান উপদেষ্টা
রবিবার প্রথমাবরের মতো সেনা সদর দপ্তরে যান অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা সেনাসদরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আরও পড়ুন: প্রশাসনে স্থবিরতা, অসহযোগিতার অভিযোগ তথ্য উপদেষ্টার
এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.), মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান, সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করা হয়।
আরও পড়ুন: ‘আপনাদের দেখে যেন করদাতারা ভয় না পায়’: কর কর্মকর্তাদের প্রতি অর্থ উপদেষ্টা
৩ মাস আগে
সুদানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ আটক ৫, অভ্যুত্থানের আশঙ্কা
সুদানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ কয়েকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে দেশটির সামরিক বাহিনী আটক করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সম্ভাব্য অভ্যুত্থান মোকাবিলায় দেশটির প্রধান গণতন্ত্রপন্থী দলের নেতারা জনগণকে রাস্তায় নেমে এসে প্রতিবাদের আহ্বান জানিয়েছে।
সুদানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী খার্তুমে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল দেশাত্মবোধক ঐতিহ্যবাহী সঙ্গীত এবং নীল নদের দৃশ্য সম্প্রচার করছে।
দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল উম্মা পার্টি সরকারের উধ্বতন কর্মকর্তাদের আটককে একটি অভ্যুত্থান প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে এবং জনগণকে প্রতিরোধে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে।
অঅরও পড়ুন: যুক্তরাষ্ট্রসহ ১০ রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ এরদোয়ানের
এর আগে গণতন্ত্র উত্তরণের দাবিতে নেতৃত্বদানকারী একটি সংগঠন সুদানিজ প্রফেশনালস অ্যাসোসিয়েশনও অনুরূপ আহ্বান জানিয়েছে।
সামরিক বাহিনীর মাধ্যমে দেশটিতে সম্ভাব্য অভ্যুত্থান হবে সুদানের জন্য এক বড় ধাক্কা। বছর দুয়েক আগে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর-আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
গত মাসে ওমর-আল-বশিরের সমর্থকরা অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর থেকেই দেশটিতে বেসামরিক ও সামরিক নেতাদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এর মধ্যেই সোমবার আটকের খবর এলো।
তথ্য মন্ত্রণালয়ের ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, আটক কর্মকর্তাদের সম্পর্কে কোনো খবর জানা যায়নি। কারা আটক হয়েছে সে সম্পর্কেও বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, কমপক্ষে পাঁচজন সরকারি কর্মকর্তাকে আটক করা হয়েছে।
পড়ুন: ১০০ কোটি ডোজ টিকা দেয়ার মাইলফলকে ভারত
৩ বছর আগে