অভ্যুত্থান
সেনাবাহিনী দখল নেয়ার পর মিয়ানমারের অস্ত্র শিল্পের প্রসার ঘটেছে: রিপোর্ট
অন্তত ১৩টি দেশের কোম্পানি মিয়ানমারকে অস্ত্র তৈরি করতে তার সক্ষমতা বাড়াতে সাহায্য করেছে। যা ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটির শান্তিকামী জনগণের ওপর নৃশংসতায় ব্যবহৃত হচ্ছে।
স্বাধীন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এ তথ্য খুঁজে পেয়েছেন।
মিয়ানমারের জন্য বিশেষ উপদেষ্টা পরিষদের সোমবার প্রকাশিত প্রতিবেদনে ২০২১ সালের ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী দেশের ক্ষমতা দখলের পর থেকে দেশটি কীভাবে অস্ত্র উৎপাদন বাড়িয়েছে এবং একটি গণ ও জনবিরোধী আন্দোলনকে প্ররোচিত করে তার বিবরণ দেয়া হয়েছে।
৫০ বছরের সামরিক শাসনের পরে গণতন্ত্রের পথে প্রায় এক দশকের অগ্রগতির পর দেশটির জান্তা বাহিনী ফের নির্বাচিত বেসামরিক নেতাদের আটক করে ক্ষমতা দখল করে।
এরপর নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে। যার জেরে সেনাশাসন বিরোধীরাও হাতে অস্ত্র তুলে নেয়।
জাতিসংঘের কিছু বিশেষজ্ঞ এই পরিস্থিতিকে গৃহযুদ্ধ হিসেবে অভিহিত করেছেন।
রাজনৈতিক বন্দিদের সহায়তা সমিতি, সহিংসতায় দুই হাজার ৭০০টিরও বেশি বেসামরিক মৃত্যুর কথা নথিভুক্ত করেছে। যার মধ্যে ২৭৭টি শিশু রয়েছে এবং ১৩ হাজারেরও বেশি লোককে আটক করা হয়েছে।
যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের কোম্পানিগুলো মিয়ানমারের সামরিক সরবরাহ শৃঙ্খলকে সমর্থন করছে।
আরও পড়ুন: ‘আমরা ফিরে আসব’ লিখে কি সতর্কতা দিচ্ছে মিয়ানমারের জান্তা বাহিনী!
প্রতিবেদনে এই ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে তারা মিয়ানমার সেনাবাহিনীকে মানবাধিকার লঙ্ঘনের সুবিধা দিচ্ছে না, তা যেন তারা নিশ্চিত করে।
মিয়ানমারের দেশীয় অস্ত্র শিল্পের বিস্তার ঘটেছে। অন্যদিকে, কিছু দেশ অস্ত্র ব্যবসায় বা অস্ত্র উৎপাদনে জড়িত ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা আরোপ করেছে।
গত অক্টোবরে মার্কিন ট্রেজারি বিভাগ মিয়ানমার সেনাবাহিনীর ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী অং মো মিন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
ট্রেজারি বিভাগের পক্ষ থেকে বলা হয়, অং মো মিন্টে মিয়ানমারের হয়ে অস্ত্র চুক্তির কাজ সহজতর করে।
তার ভাই হ্লেইং মো মিন্ট এবং তাদের প্রতিষ্ঠিত ট্রেডিং কোম্পানি ডাইনাস্টি ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। এর একজন পরিচালক মায়ো থিটসারকেও নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়েছিল।
নভেম্বরে মার্কিন বেসামরিক নাগরিকদের ওপর মারাত্মক বিমান হামলার কথা উল্লেখ করে সামরিক বাহিনীতে বিমান সরবরাহকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের কোনো ব্যক্তিগত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান নেই। তাই এই ধরনের কোনো কোম্পানি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা শিল্প অধিদপ্তর দ্বারা পরিচালিত হয়।
আরও পড়ুন: মিয়ানমারে স্কুলে হেলিকপ্টার হামলা, ৭ শিক্ষার্থীসহ নিহত ১৩
এতে আরও বলা হয়েছে, স্থানীয় কারখানাগুলো এখনও লাইসেন্সপ্রাপ্ত প্রযুক্তি ও বিদেশি সাপ্লাই চেইন, প্রযুক্তিগত সহায়তা এবং আপগ্রেড ও রক্ষণাবেক্ষণের জন্য সিঙ্গাপুর ও তাইওয়ানে সরঞ্জাম পাঠানোর ওপর নির্ভর করে।
একটি বিবৃতিতে কাউন্সিল বিশেষজ্ঞ ক্রিস সিডোটি অনুরোধ করেছেন, সরকার তদন্ত করবে এবং যেসব সংস্থা মিয়ানমারের সেনাবাহিনীকে ‘বেসামরিকদের ওপর নির্বিচারে আক্রমণ’ এ ব্যবহৃত অস্ত্র তৈরিতে সহায়তা করে সেসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
মানবাধিকার আইনজীবী এবং ২০১৭-২০১৯ সাল পর্যন্ত মিয়ানমারে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সদস্য সিডোতি বলেছেন, ‘মিয়ানমারের জনগণের দুর্ভোগ থেকে লাভবান হওয়া বিদেশি কোম্পানিগুলোকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’
গত বছর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের একটি প্রতিবেদনে রাশিয়া, চীন, ইউক্রেন, ইসরায়েল, সিঙ্গাপুর ও ফিলিপাইনে কোম্পানির নামকরণের কিছু লিঙ্কের রূপরেখা দেয়া হয়েছে।
অভ্যন্তরীণ অস্ত্র তৈরির শিল্পের বিকাশের একটি প্রধান কারণ হল অস্ত্র, সামরিক বিমান এবং অন্যান্য অস্ত্র আমদানি নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞার মাধ্যমে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি।
প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী এখন ছোট অস্ত্র ও হালকা অস্ত্র তৈরিতে স্বাবলম্বী।
এতে বলা হয়েছে, মিয়ানমারের অস্ত্র তৈরির ক্ষমতার মধ্যে রয়েছে- অ্যাসল্ট রাইফেল এবং মেশিনগান থেকে শুরু করে মর্টার, অ্যান্টি-ট্যাঙ্ক ও অ্যান্টি-এয়ারক্রাফ্ট অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং আর্টিলারি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন আইটেম।
আরও পড়ুন: সহিংসতা বন্ধে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের
১ বছর আগে
মিয়ানমারে জান্তা অভ্যুত্থানের বছরপূর্তিতে আটক অর্ধশতাধিক
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের এক বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা করে বিক্ষোভকারীরা। অন্যদিকে বিক্ষোভ দমনে নিরাপত্তাবাহিনী কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সেনা শাসনবিরোধীরা বিক্ষোভের অংশ হিসাবে অসহযোগ কর্মসূচি পালন করে। এসময় তারা শহরগুলোর রাস্তাঘাট ফাঁকা রাখতে নিজ নিজ বাড়িতে অবস্থান করে এবং সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে তারা ‘নীরব ধর্মঘট’ পালন করে।
পরবর্তীতে গণতন্ত্রপন্থীদের সমর্থকরা হাড়ি-পাতিল বাজিয়ে ও হর্ন বাজিয়ে প্রতিবাদ করার পরিকল্পনা করে।
আরও পড়ুন: মিয়ানমারে সেনা অভুত্থানের ১ বছর: সেনাবাহিনীর ওপর চাপ বাড়ানোর আহ্বান জাতিসংঘের
মিয়ানমারের সামরিক বাহিনী গত বছরের ১ ফেব্রুয়ারি অং সাং সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। ২০২০ সালে নভেম্বরে সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় লাভের পর সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দ্বিতীয়বারের মতো পাঁচ বছর দেশশাসন করার ম্যান্ডেট পায়।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যায়, মঙ্গলবার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠা বন্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেয়ার পর কমপক্ষে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জান্তা অভুত্থানের এক বছর পূর্ণ হওয়ার বিষয়ে বলেন, মিয়ানমারে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে ও অং সান সু চি ও অন্যান্য বন্দিদেরকে মুক্তি দিতে এবং সকল দলের অংশগ্রহণে কার্যকর সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: সু চির আরও ৪ বছরের কারাদণ্ড
সু চির বিরুদ্ধে দ্বিতীয় মামলার রায় স্থগিত
২ বছর আগে
সুদানে অভ্যুত্থান: গণতন্ত্রপন্থী ৩ নেতা আটক
অভ্যুত্থানের পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মধ্যে সুদানের নিরাপত্তা বাহিনী বুধবার গণতন্ত্রপন্থী তিনজন বিশিষ্ট ব্যক্তিকে আটক করেছে কর্মকর্তারা জানিয়েছেন।
সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে গত সোমবার দেশটির ক্ষমতা দখল করার পরই রাজধানী খার্তুমসহ অন্যান্য শহরে অভ্যুত্থান বিরোধীরা টানা বিক্ষোভ করতে থাকে। উত্তর আফ্রিকার এই দেশটিতে অভ্যুত্থান গণতন্ত্রের জন্য এক বড় ধাক্কা। বছর দুয়েক আগে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর-আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
আরও পড়ুন: অগ্নি-৫ এর সফল পরীক্ষা ভারতের
বিক্ষোভকারীরা প্রধান প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে প্রতিবাদ করতে থাকে। তবে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ব্যারিকেড সরিয়ে দেয়। এতে দুই পক্ষের সংঘর্ষে অনেক বিক্ষোভকারী গুলিবিদ্ধ ও আহত হয়।
সুদানের ডক্টরস কমিটির তথ্য অনুযায়ী, সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ছয়জন নিহত এবং ১৪০ জনেরও বেশি আহত হয়েছে, যাদের অনেকের অবস্থা গুরুতর।
গত মাসে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর-আল-বশিরের সমর্থকরা অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর থেকেই দেশটিতে বেসামরিক ও সামরিক নেতাদের মধ্যে উত্তেজনা মধ্যে এই অভ্যুত্থান ঘটে।
আরও পড়ুন: সুদানে অভ্যুত্থান, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩
৩ বছর আগে
সুদানে অভ্যুত্থান, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩
সুদানের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে সোমবার দেশটির ক্ষমতা দখল এবং প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়েছে।
এদিকে, অভ্যুত্থান বিরোধী হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়েছে।
সুদানের ডক্টরস কমিটি জানায়, নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছে এবং ৮০ জনের বেশি আহত হয়েছে।
দেশটির অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভোরে গ্রেপ্তারের পর হাজার হাজার মানুষ রাজধানী খার্তুমে রাস্তায় নেমে বিক্ষোভ করে। নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করলে তারা রাস্তা অবরোধ করে এবং টায়ারে আগুন দেয়।
আরও পড়ুন: সুদানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ আটক ৫, অভ্যুত্থানের আশঙ্কা
সামরিক বাহিনীর মাধ্যমে দেশটিতে অভ্যুত্থান সুদানের জন্য এক বড় ধাক্কা। বছর দুয়েক আগে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর-আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
গত মাসে ওমর-আল-বশিরের সমর্থকরা অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর থেকেই দেশটিতে বেসামরিক ও সামরিক নেতাদের মধ্যে উত্তেজনা শুরু হয়।
পড়ুন: যুক্তরাষ্ট্রসহ ১০ রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ এরদোয়ানের
৩ বছর আগে
সুদানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ আটক ৫, অভ্যুত্থানের আশঙ্কা
সুদানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ কয়েকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে দেশটির সামরিক বাহিনী আটক করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সম্ভাব্য অভ্যুত্থান মোকাবিলায় দেশটির প্রধান গণতন্ত্রপন্থী দলের নেতারা জনগণকে রাস্তায় নেমে এসে প্রতিবাদের আহ্বান জানিয়েছে।
সুদানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী খার্তুমে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল দেশাত্মবোধক ঐতিহ্যবাহী সঙ্গীত এবং নীল নদের দৃশ্য সম্প্রচার করছে।
দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল উম্মা পার্টি সরকারের উধ্বতন কর্মকর্তাদের আটককে একটি অভ্যুত্থান প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে এবং জনগণকে প্রতিরোধে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে।
অঅরও পড়ুন: যুক্তরাষ্ট্রসহ ১০ রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ এরদোয়ানের
এর আগে গণতন্ত্র উত্তরণের দাবিতে নেতৃত্বদানকারী একটি সংগঠন সুদানিজ প্রফেশনালস অ্যাসোসিয়েশনও অনুরূপ আহ্বান জানিয়েছে।
সামরিক বাহিনীর মাধ্যমে দেশটিতে সম্ভাব্য অভ্যুত্থান হবে সুদানের জন্য এক বড় ধাক্কা। বছর দুয়েক আগে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর-আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
গত মাসে ওমর-আল-বশিরের সমর্থকরা অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর থেকেই দেশটিতে বেসামরিক ও সামরিক নেতাদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এর মধ্যেই সোমবার আটকের খবর এলো।
তথ্য মন্ত্রণালয়ের ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, আটক কর্মকর্তাদের সম্পর্কে কোনো খবর জানা যায়নি। কারা আটক হয়েছে সে সম্পর্কেও বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, কমপক্ষে পাঁচজন সরকারি কর্মকর্তাকে আটক করা হয়েছে।
পড়ুন: ১০০ কোটি ডোজ টিকা দেয়ার মাইলফলকে ভারত
৩ বছর আগে