সার্কিট রেসিং
বারটেক ওস্টালোভস্কি: বিশ্বে একমাত্র হাত বিহীন কার রেসার
কিছু মানুষ স্বপ্নের পেছনে ছোটা এবং জীবন যুদ্ধে টিকে থাকার ঐকতানকে অনুনাদে রূপ দিতে পারে। কোন রকম প্রতিবন্ধকতাই সেখানে টিকতে পারে না। সেরকম একজন মানুষ বারটেক ওস্টালোভস্কি।
যিনি সার্কিট রেসিংয়ের পাশাপাশি সফলতার সাথে কার রেসিংয়ের সবচেয়ে ভয়াবহ ক্যাটাগরি-ড্রিফট রেসিং সম্পন্ন করেছেন। রেস ট্র্যাকের বাকগুলোতে দ্রুত মোড় নেয়ার সময় হাত ও চোখের সমন্বয় সাধনের পাশাপাশি এখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রয়োজন হয়। সেখানে হাত বিহীন একজন চালকের উতরে যাবার বিষয়টা সত্যিই বিস্ময়কর! তাহলে এবার এই বাস্তব জীবনের সুপার হিরোর সম্পর্কে কিছু জেনে নেয়া যাক।
স্বপ্ন যখন রেসের পথে ছোটা
পোলিশ রেসার বারটেক ওস্টালোভস্কির জন্ম ১৯৮৬ সালে। ছেলেবেলায় বাবা কাজ থেকে বাড়ি ফেরার পথে শেষ ২০ মিটার গাড়ি চালাতে দিতেন ছেলেকে। ১৮ বছর বয়সে প্রথম একা একা গাড়ি চালানো শুরু করেন। মোটর ইঞ্জিন, ট্র্যাকের উপযুক্ত করে গাড়িকে প্রস্তুত করা, এবং অবেশেষে রেসিং; এসবের মধ্যেই তার বেড়ে ওঠা। আর এরই মাঝে ধীরে ধীরে পরিণত হয়েছে পেশাদার রেসার হবার স্বপ্ন।
আরও পড়ুন: আপন ঠিকানা : হারানো স্বজনদের খুঁজে পেতে আরজে কিবরিয়ার মহৎ উদ্যোগ
২০০৬ সালে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুটো হাতই হারান বিশ বছর বয়সী বারটেক। স্বভাবতই মুখ থুবড়ে পড়তে যায় তার রেসের গাড়ি চালনার ক্যারিয়ার।
কিন্তু একদা পোল্যান্ডের রাস্তায় তারই মত হাত বিহীন এক গাড়ি চালককে দেখে তার উপলব্ধি হয়। মনের ভেতর রেসের পথে ফিরে যাবার ইচ্ছের অকেজো গাড়িটা যেন জ্বালানি পেয়ে গর্জে উঠে।
দুটি পা দিয়ে শুরু করেন রেস কার ড্রাইভিং চর্চা। মস্তিষ্কে থাকা গাড়ি চালনাটা তখনো স্বয়ংসম্পূর্ণ ছিল। আত্মবিশ্বাসের পাশাপাশি স্বপ্ন ও টিকে থাকার অনুরণন তাকে রেস কারের স্টিয়ারিঙ ধরতে ধাবিত করেছে। সার্কিট রেসের ট্র্যাকে ফিরে যেতে দুঃসাহস যোগিয়েছে।
আরও পড়ুন: নাজমুন নাহার: পৃথিবীর ১৫০তম দেশ ভ্রমণ করে ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশি পরিব্রাজক
বারটেক ওস্টালোভস্কির অর্জন
২৩ বছর বয়সে দু’হাত না থাকাটা বারটেকের আন্তর্জাতিক রেসিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কোন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়নি। র্যালি ক্রসের ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপে একজন সপ্রতিভ প্রতিযোগী ছিলেন এই জন্মগত রেসিং কার ড্রাইভার। ২০১৮ সালে দক্ষ দক্ষ সব পেশাদার রেসারদের হারিয়ে আন্তর্জাতিক চেক ড্রিফ্ট সিরিজ জয় করেছেন। এই বিস্ময়ের ধারাবাহিকতায় ২০১৯ সালে সমগ্র ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ ও বিপজ্জনক চ্যাম্পিয়ানশিপ সিরিজ পোলিশ ড্রিফটে পঞ্চাশ জন চালকদের মধ্যে নবম স্থান অর্জন করেন ওস্তালোভস্কি।
শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে নিজের যতটুকু আছে ততটুকু নিয়েই গাড়িকে এমনভাবে রেসের রাস্তায় ছুটিয়েছেন যে তা দেখে বোঝার উপায় নেই- স্টিয়ারিঙের পেছনে কোন হাত বিহীন চালক বসে আছেন।
টিকে থাকার এক অনন্য অনুপ্রেরণা বারটেক ওস্টালোভস্কি।
আরও পড়ুন: শেখ রাসেল: অর্জিত স্বাধীনতা রক্ষার প্রতীকী নিশান
৩ বছর আগে