আবদাল্লা হামদোক
সুদানে অভ্যুত্থান, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩
সুদানের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে সোমবার দেশটির ক্ষমতা দখল এবং প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়েছে।
এদিকে, অভ্যুত্থান বিরোধী হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়েছে।
সুদানের ডক্টরস কমিটি জানায়, নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছে এবং ৮০ জনের বেশি আহত হয়েছে।
দেশটির অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভোরে গ্রেপ্তারের পর হাজার হাজার মানুষ রাজধানী খার্তুমে রাস্তায় নেমে বিক্ষোভ করে। নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করলে তারা রাস্তা অবরোধ করে এবং টায়ারে আগুন দেয়।
আরও পড়ুন: সুদানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ আটক ৫, অভ্যুত্থানের আশঙ্কা
সামরিক বাহিনীর মাধ্যমে দেশটিতে অভ্যুত্থান সুদানের জন্য এক বড় ধাক্কা। বছর দুয়েক আগে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর-আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
গত মাসে ওমর-আল-বশিরের সমর্থকরা অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর থেকেই দেশটিতে বেসামরিক ও সামরিক নেতাদের মধ্যে উত্তেজনা শুরু হয়।
পড়ুন: যুক্তরাষ্ট্রসহ ১০ রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ এরদোয়ানের
৩ বছর আগে