ইংল্যান্ড-বাংলাদেশ
ইংল্যান্ড-বাংলাদেশ তৃতীয় ওয়ানডে: শোচনীয় পরাজয় এড়াতে প্রথমে ব্যাট করছে টাইগাররা
চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ঢাকায় সিরিজের প্রথম দুই ম্যাচে ইতোমধ্যেই হেরে যাওয়া বাংলাদেশ এই ম্যাচে জয় নিশ্চিত করে শোচনীয় পরাজয় এড়াতে চাইছে।
সাত বছরের মধ্যে এটাই প্রথম ওয়ানডে সিরিজ যা ঘরের মাঠে হেরেছে বাংলাদেশ।
তাসকিন আহমেদের বদলি হিসেবে ইবাদত হোসেনকে দলে আনা হয়েছে।
তাসকিনকে বিশ্রাম দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
আরও পড়ুন: চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিট বিক্রি শুরু রবিবার
এদিকে ইংল্যান্ড তাদের শেষ প্লেয়িং একাদশে তিনটি পরিবর্তন করেছে, রেহান আহমেদের অভিষেক হয়েছে এই ম্যাচে ওয়ানডেতে। রেহান এর আগে ইংল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেট খেলেছিলেন। এখন এই ফরম্যাটে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তার ওডিআই অভিষেক হলো।
ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড স্কোয়াড: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কুরান, জস বাটলার (অধিনায়ক/উইকেট কিপার), মঈন আলী, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।
আরও পড়ুন: ইংল্যান্ডের কাছে হেরে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
১ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডের সাথে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ
আবুধাবিতে বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
পিঠের ইনজুরির কারণে বাদ পড়া মোহাম্মদ সাইফুদ্দিনের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন শরিফুল ইসলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপে শরীফুলের এটিই প্রথম ম্যাচ।
আরও পড়ুন: ইনজুরিতে বিশ্বকাপ শেষ সাইফুদ্দিনের, স্থলাভিষিক্ত হলেন রুবেল
বাংলাদেশ প্রথম সুপার টুয়েলভ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে এবং ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে।
সেমিফাইনালে যেতে হলে একটি দলকে অন্তত তিনটি ম্যাচ জিততে হবে।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেট কিপার), মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ: ইংল্যান্ডের বিপক্ষে জিততে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার (উইকেট কিপার), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, এউইন মরগান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ লাইভ দেখবেন যেভাবে
৩ বছর আগে