প্রত্যয়
ফেরিডুবি: পাটুরিয়ায় পৌঁছেনি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’
মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে ১৭টি ট্রাকসহ ৩০টি যানবাহন নিয়ে উল্টে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় একটি ও বেলা সাড়ে ১২টায় আরও একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর উদ্ধারকারী জাহাজ হামজা। এ নিয়ে মোট উদ্ধার হয়েছে চারটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল।
এদিকে দুর্ঘটনাকবলিত ফেরি আমানত শাহকে উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় গতকাল রাতে (২৭ অক্টোবর) পাটুরিয়ায় পৌঁছানোর কথা ছিল। তবে অজ্ঞাত কারণে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত দুর্ঘটনাস্থলে পৌঁছেনি। যে কারণে ফেরিটি উদ্ধার নিয়ে সংশয় প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যান ও ট্রাক চালক মালিকরা।
এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ১৭টি যানবাহনসহ ডুবে যায় ফেরিটি। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। তবে ফেরি দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল সকাল থেকে আজ পর্যন্ত ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ডের কয়েকটি ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: পাটুরিয়ায় যানবাহনসহ ফেরিডুবি
ভোলায় ট্রলারডুবি: শিশুর লাশ উদ্ধার, মা-ছেলে নিখোঁজ
৩ বছর আগে