শর্টফিল্ম
ভালোবাসা দিবসে শর্টফিল্ম সিরিজ ‘কে কখন কিভাবে’
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে শর্টফিল্ম সিরিজ ‘কে কখন কিভাবে’ নির্মাণ করেছেন নাট্য নির্মাতা শাফায়েত মনসুর রানা। এটি ভিন্ন ভিন্ন তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে। মাছরাঙা টেলিভিশনে আজ রাত সাড়ে ১০টায় এ সিরিজটি প্রচার হবে।
নির্মাতা জানান, প্রতিটি গল্প একেকটি মুহূর্তের। ভালোবাসার অনেক রঙ থাকে। যেমন অভিমান, সন্দেহ, ব্রেকআপ-প্রিয়জনের এই রঙগুলোর বিভিন্ন মুহূর্তের তীব্র বহিঃপ্রকাশ ঘটবে গল্পগুলোতে।
‘হট প্যাটিস’, ‘ব্ল্যাক বক্স’, ‘অপ্রকাশিত’ নামের শর্টফিল্মগুলোতে অভিনয় করেছেন সালমান মুক্তাদির, সাবিলা নূর, ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন, ইয়াশ রোহান ও সামিরা খান মাহি।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতি: নিপুণ-জায়েদের দ্বন্দ্ব হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ
২ বছর আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ব নেতাদের সতর্ক করলো ডাইনোসর!
জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনা বাড়াতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নির্মিত একটি শর্টফিল্মে বিশ্ব নেতাদের এ সম্পর্কে ‘সতর্ক’ করেছে বিলুপ্ত প্রাণী ডাইনোসর। জাতিসংঘের সদরদপ্তরে বিশ্ব নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সামনে এ শর্টফিল্মটি প্রদর্শন করা হয়।
ইউএনডিপি’র ‘ডোন্ট চুজ এক্সটিংশন’ কর্মসূচির মূল বিষয় হিসেবে নির্মিত শর্টফিল্মটি নিয়ে জাতিসংঘও টুইট করেছে।
জাতিসংঘের সাধারণ এসেম্বেলি হলে বিশ্ব নেতা, কূটনীতিক ও বিশিষ্টদের উদ্দেশ্যে জলবায়ু পরিবর্তন সংকট নিয়ে ডাইনোসর বলেছে, ‘এখনই সময় মানব জাতি অজুহাত বন্ধ করে পরিবর্তন করতে শুরু করো।’
৭০ মিলিয়ন বছর আগে ডাইনোসরের বিলুপ্তি নিয়ে জনপ্রিয় তত্ত্বের কথা উল্লেখ করে সবাইকে সতর্ক করে ডাইনোসর বলে, ‘অন্তত আমাদের গ্রহ ছিল। তোমাদের অজুহাত কী?’
আরও পড়ুন: জাতিসংঘের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ অ্যাসেম্বেলির ভেতরে কম্পিউটার জেনারেটেড ইমেজারি (সিজিআই) ফিচার ব্যবহার করে নির্মিত প্রথম চলচ্চিত্রে বিভিন্ন ভাষায় বিশ্বের অনেক তারকা এ ডাইনোসরে কণ্ঠ দিয়েছেন।
ডাইনোসরটি ভর্তুকির মাধ্যমে কীভাবে জীবাশ্ম জ্বালানিতে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে তা কীভাবে অযৌক্তিক ও অবৈধ সে সম্পর্কে আলোকপাত করে।
ডাইনোসরটি প্রশ্ন রেখে বলে, ‘এই টাকা দিয়ে বিকল্প কী করা যায় সে সম্পর্কে চিন্তা করো। বিশ্বব্যাপী মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করছে। তোমাদের কী মনে হয় না স্বজাতিকে শেষ করে দেয়ার চেয়ে তাদের সাহায্য করা বেশি অর্থপূর্ণ?’
‘ডোন্ট চুজ এক্সটিংশন’ শর্টফিল্মটি অ্যাক্টিভিস্টা লস অ্যাঞ্জেলস, ডেভিড লিট, ফ্রেমস্টোর এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর
৩ বছর আগে