নবজাত
যশোরে জোড়া মাথার নবজাতকের জন্মের কয়েক ঘণ্টার পর মৃত্যু
যশোরে শহরের বেসরকারি একটি হাসপাতালে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে জোড়া মাথার এক ছেলে শিশুর জন্মের খবর পাওয়া গেছে।
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের আমিন-মুসলিমা আক্তার দম্পতির ঘরে জন্ম নেয়া ওই শিশুর অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে দু’টি মাথা বিশিষ্ট কন্যা শিশুর জন্ম
শিশুটির নানি সাবিনা বেগম বলেন, ‘আমরা প্রথম দিকে শিশুটির মা মুসলিমাকে একবার আল্ট্রাসনো করিয়ে ছিলাম। তখন ডাক্তার বলেছিলেন মা ও বাচ্চা ভালো আছে। পরে ৯ মাস পার হওয়ায় আবার আল্ট্রাসনো করি। তখন ডাক্তার বলেন জমজ বাচ্চা হবে। এরপর আমরা অন্তঃসত্ত্বা মুসলিমাকে কালিগঞ্জে হাসপাতালে ভর্তি করি। সেখান থেকে আমাদেরকে পাঠিয়ে দেয়া হয়। এরপর যশোরের একটি বেসরকারি ক্লিনিকি ভর্তি করি। সেখানে বৃহস্পতিবার বিকালে সিজারের পর দেখি জোড়া মাথাসহ বাচ্চা।
আরও পড়ুন: দুই মাথাওয়ালা শিশু জন্মের তিন ঘণ্টা পর মৃত্যু
যশোর জেনারেল হাসপাতলের শিশু ওয়ার্ডে চিকিৎসক ফয়সাল আহম্মেদ জানান, শিশুটিকে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির অবস্থা আরো খারাপ হওয়ায় আমরা শিশুটিকে ঢাকায় রেফার করি । কিন্তু ঢাকায় নিয়ে যাওয়ার আগেই রাত ৯টার দিকে শিশুটির মুত্যু হয়।
৩ বছর আগে