রো-রো ফেরি
পাটুরিয়ায় তৃতীয় দিনের উদ্ধার কাজে প্রত্যয়ের বদলে রুস্তম
মানিকগঞ্জের পাটুরিয়ায় যানবাহনসহ উল্টে যাওয়া ফেরিতে আটকা পড়া যানবাহন উদ্ধারের তৃতীয় দিন শুক্রবার সকাল ৮টা থেকে অভিযান শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।
এর আগে, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে অভিযান শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা পাঁচটি কাভার্ডভ্যান এবং বুধবার চারটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। সব মিলিয়ে তিন দিনে চারটি ট্রাক, ছয় কাভার্ডভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল পরিদশর্ন করে বিআইডব্লিউটিয়ের চেয়ারম্যান গ্লোম মো. সাদেক জানান, প্রত্যয়কে আনা যাবে না। স্রোতের কারণে প্রত্যয় আসতে অনেক দেরি হবে। বিকল্প হিসেবে উদ্ধারকারি জাহাজ রুস্তমকে আনা হবে এবং সেটি সন্ধ্যার মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে। রুস্তমও হামজার মত শুধুমাত্র যানবাহন উদ্ধারে কাজ করবে। সবগুলো যানবাহন উদ্ধার করা হলে পরবর্তীতে ফেরি উদ্ধার কাজ শুরু হবে। রুস্তম ও হামজা দিয়ে ফেরিটিকে উদ্ধার করা না গেলে বিকল্প ব্যবস্থাপনা চিন্তাভাবনা আছে।
আরও পড়ুন: ফেরিডুবি: পাটুরিয়ায় পৌঁছেনি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’
উদ্ধার অভিযান ইউনিটের ইনচার্জ বিআইডব্লিউটিয়ের যুগ্ম পরিচালক ফজলুর রহমান জানান, তলদেশে নতুন করে আরও তিনটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল শনাক্ত করা গেছে। পর্যায়ক্রমে সেগুলো তোলা হবে ।
এব্যাপারে ডুবুরিরা জানান, পানির তলদেশে অতিরিক্ত বালুর কারণে ফেরির নিচের অংশে ঢোকা যাচ্ছে না। তবে তলদেশে ফেরির নিচে আরও যানবাহন থাকতে পারে ।
তবে এখনও উদ্ধার হওয়া যানবাহনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়নি।
আরও পড়ুন: পাটুরিয়ায় যানবাহনসহ ফেরিডুবি
আজও নদীর পাড়ে ডুবে যাওয়া মোটরসাইকেলের বেশ কয়েকজন মালিক ভিড় করছে। তারা জানান, ফেরি ডুবির সময় কোনমতে প্রাণে বেঁচে পাড়ে উঠেছেন। কিন্তু তাদের মোটরসাইকেল ফেরি থেকে নদীতে পড়ে গেছে। দু’দিনেও ডুবুরিদল মোটরসাইকেলের হদিস পাচ্ছে না দেখে তার হতাশ।
এদিকে, ফেরি ডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের পৃথক দুটি তদন্ত কমিটি দল বৃহস্পতিবার বিকেলে পাটুরিয়ার ৫নং ঘাটে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানোয়ারুল হক বলেন, তদন্ত কাজ চলছে। ফেরি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।
আরও পড়ুন: প্রবল স্রোতে ফের শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫নং ফেরিঘাটে পন্যবোঝাই ১৪টি ট্রাক ও কাভার্ডভ্যান ও ৭টি মোটরসাইকেল নিয়ে রো-রো ফেরি আমানত শাহের তলা ফেটে নদীতে হেলে পড়ে ডুবে যায়।
৩ বছর আগে