পানছড়ি
পানছড়িতে দিনব্যাপী কঠিন চীবর দান
খাগড়াছড়ির পানছড়ি তারাবন ভাবনা কেন্দ্রে ৮ম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু।
দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে সকালে বৌদ্ধ নর-নারীদের পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধ মুর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, চীবরদান, কল্পতরু দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদানসহ নানা বিধ দান করা হয়।
আরও পড়ুন: খাগড়াছড়িতে বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে ছিলেন, সংঘ প্রধান শ্রীমৎ বৌধিপাল মহাস্থবির ভান্তে, রাঙ্গামাটি বনবিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, শ্রীমৎ জ্ঞান জ্যোতি ভান্তে ও তারাবন ভাবনা কেন্দ্রের বিহারাধ্যক্ষ আদি কল্যান স্থবির।
আরও পড়ুন: প্রবারণা পূর্ণিমা: পাহাড়ে সম্প্রীতির কল্প জাহাজ ভাসলো
দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্মীয় দেশনায় দেশ জাতি সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
৩ বছর আগে