ফেরি উদ্ধার
ফেরি উদ্ধারে প্রয়োজনে বেসরকারি সহায়তা নেয়া হবে: বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে প্রয়োজনে বেসরকারি সহায়তা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক।
তিনি বলেন, ‘বিআইডব্লিউটিএর সক্ষমতা না থাকলে বাংলাদেশের যে সক্ষমতা আছে, সেই সবকিছু আমরা ব্যবহার করব। এখন আমরা চেষ্টা করছি ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধার করার জন্য। দরকার হলে যানবাহন উদ্ধারের পরে ফেরি বিষয়ে চিন্তা করা হবে। যদি প্রয়োজন হয় তাহলে ফেরি উদ্ধারের জন্য বেসরকারি সহায়তা নেব।’
পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় আজ শুক্রবার তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলার সময় বেলা ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এ কথা জানান।
পড়ুন: ফেরিডুবি: পাটুরিয়ায় পৌঁছেনি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’
তিনি বলেন, উদ্ধার কাজের উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের পরিবর্তে শিমুলিয়া থেকে রুস্তম নামের আরেকটি জাহাজ আসবে। আর মাত্র চারটি ট্রাক বাকি আছে। আশা করি আগামীকালের মধ্যে যানবাহনগুলো তোলা শেষ হবে।
এসময় এক সঙ্গে অনেক গণমাধ্যম কর্মীরা উদ্ধার কাজের ঝুঁকিপূর্ণ এলাকায় থাকতে দেখে তিনি রূঢ়ভাবে সবাইকে সেখান থেকে সরে যেতে বলে। পরবর্তীতে তিনি উপস্থিত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে উত্তেজিত হয়ে অসদাচারণ করেন। তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানান ঘাটে উপস্থিত গণমাধ্যম কর্মীরা।
কিছু সময় পর বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক গণমাধ্যম কর্মীদের সাথে অসদাচারনে দুঃখ প্রকাশ করেন। পরে তিনি গণমাধ্যমে বক্তব্য দেন।
পড়ুন: পাটুরিয়ায় যানবাহনসহ ফেরিডুবি
৩ বছর আগে