খানসামা
দিনাজপুরে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার মিম নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে আঙ্গারপাড়া ইউনিয়নের মৌলভীর মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুমাইয়া আক্তার মিম সাবাদিপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে এবং পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জনায়, পুকুরে গোসল করার সময় তলিয়ে যায় মিম। অন্যরা উঠে চিৎকার করলে ছুটে আসে স্থানীয়রা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় মযনাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: শরীয়তপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৪ মাস আগে
খানসামায় নারী হত্যায় ব্যতিক্রম প্রতিবাদ!
এক নারীর হত্যাকারীদের গ্রেপ্তারসহ বিচারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দিনাজপুরের খানসামা উপজেলার একটি দুর্গাপূজার মণ্ডপে ঢাকঢোল, বাজনা এবং আনন্দ উল্লাসের পরিবর্তে কালো পতাকা উত্তোলন করে প্রতিবাদ জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীর স্হানীয় অধিবাসীরা।
ঘটনাটি ঘটছে দুই নং ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়ার কুমারপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে। শনিবার থেকে ৬৪ দিন আগে শিশু কন্যাকে সঙ্গে নিয়ে পিতার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার সময় পথে ধর্ষণসহ হত্যার শিকার হন উপোবালা নামে এক গৃহবধূ।
ওই হত্যার বিচারের দাবিতে ইতোমধ্যে মানবন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন গ্রামবাসীরা। জড়িতদের গ্রেপ্তারসহ বিচার না পাওয়ায় ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার ষষ্টীর দিনে সকালে মণ্ডপে কালো পতাকা উত্তোলনসহ অবস্হান নিয়ে ব্যতিক্রম ওই প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন তারা।
আরও পড়ুন: সিরাজগঞ্জে একই ঘর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার!
তবে প্রতিমা ছাড়াই ঘোট পূজার মাধ্যমে দেবীর প্রতি করা হয়েছে ভক্তি প্রকাশ প্রার্থনা।
কর্মসূচিতে অংশ নেয়া বাসিন্দা অনন্ত কুমার রায় জানান, উপোবালা হত্যাকাণ্ডের বিচার না পাওয়ায় শারদীয় দুর্গাপূজা বর্জন করে কালো পতাকা উত্তোলন করে প্রতিবাদী শোক পালন করছেন তারা। যতদিন ওই হত্যাকাণ্ডের ন্যায় বিচার হবে না ততদিন তারা ওই মণ্ডপে ধুমধামসহ কোন ধর্মী উৎসব পালন করবেন না।
শোককে শক্তি রূপে নিতে বাধ্য হয়ে কর্মসূচি পালন করছেন তারা।
আরেক প্রতিবাদী নৃপেন্দ্র নাথ রায় জানান, উপোবালা হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটে শারদীয় দুর্গা পূজা আনন্দ উল্লাসে উদযাপনের পরিবর্তে বর্জন করছেন তারা। শিশুসহ বড়রা শরীরের চড়াননি নতুন জামাকাপড়।
উল্লাসের পরিবর্তে মণ্ডপের প্রবেশ পথে ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও’ শীর্ষক সহিংসতা বিরোধী স্লোগান সম্বলিত ব্যানার ঝুলিয়ে অবস্হান কর্মসূচি পালন করছেন তারা।
পূজা উদযাপন পরিষদের খানসামা উপজেলা কমিটির সভাপতি ধীমান দাস জানান, উপোবালা হত্যার বিচারের দাবিতে মামলা করেছিল পিতা পক্ষ। মামলাটি পিবিআয়ের তদন্তাধীন রয়েছে। বর্জন কর্মসুচি প্রত্যাহারের লক্ষ্যে বা পরিবারসহ গ্রামবাসীর সঙ্গে উপজেলা প্রশাসনের বৈঠক হয়েছে। কিন্তু হত্যার বিচার না পাওয়ায় এবার পূজা পালন হচ্ছে না।
আরও পড়ুন: চট্টগ্রামে নদীতে পড়ে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় তালাবদ্ধ ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার
২ বছর আগে
বিয়ের দাবিতে বাড়িতে প্রেমিকা, যুবকের বিষপানে আত্মহত্যা!
দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামে মঙ্গলবার রাতে বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত আবু তালেব রানা একই গ্রামের বাসিন্দা।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে রবিবার (১০ জুলাই) থেকে এক স্কুলছাত্রী তার বাড়িতে অবস্থান করছিল। এরপর থেকেই বাড়ি ছাড়া হন আবু তালেব রানা। পরে মঙ্গলবার রাতে বিষপান করেন তিনি।
আরও পড়ুন: পিরোজপুরে বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যা
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে রাতেই এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পরিবারের লোকজন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার খাদেমুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় এবং বুধবার সকালে তার লাশের ময়নাতদন্ত করা হয়েছে।
আরও পড়ুন: সেচের পানি না পেয়ে বিষপান: আরেক কৃষকের মৃত্যু
২ বছর আগে
খানসামায় ধানখেতের পাশ থেকে নারীর লাশ উদ্ধার
দিনাজপুরের খানসামা উপজেলার পূর্ব হাসিমপুরের ধান খেতের পাশ থেকে অলোকা রানী (৪৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
শনিবার সকালে এ ঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী অনিল কুমারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: রাজশাহী সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খানাসামার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন জানান, ভোরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৬ নম্বর গোয়ালদিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর দেয়। পরে ধানের খেতের পাশে ফাঁকা জায়গায় থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠনো হয়েছে।
আরও পড়ুন: মেঘনায় নিখোঁজ কোস্টগার্ড সদস্যের লাশ উদ্ধার
তবে অলোকা রানীর পিতৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে তার স্বামী অনিল কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারন জানা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
৩ বছর আগে