ওয়াইফাই
বরিশালে সমাবেশস্থলসহ আশেপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট ও ওয়াইফাই বন্ধ
বরিশালে সমাবেশস্থলসহ আশেপাশের এলাকায় অনিবার্য কারণে মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। একইসঙ্গে গতি কমে গেছে ওয়াইফাই সার্ভিসের।
শনিবার সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ ও ওয়াইফাই’র গতি কম থাকার কথা জানিয়েছেন গ্রাহকরা।
আরও পড়ুন: বরিশালে বাড়বে ঘূর্ণিঝড়ের প্রভাব
দ্রব্যমূল্য বৃদ্ধি, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার বেলা ১১ টায় বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত বিভাগীয় মহাসমাবেশেও বক্তারা একথা জানিয়েছেন।
বরিশালের স্থানীয় দৈনিকের গণমাধ্যমকর্মী নুরুল আমিন বলেন, সকাল থেকে মোবাইলের ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারছেন না। ফলে কোন ছবিও অফিসে পাঠাতে পারেননি। দুপুরে ব্রডব্যান্ডের ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে গিয়ে ছবি পাঠাতে হয়েছে, তবে তাতেও ধীরগতি। যদিও এ বিষয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাসিন্দা আদনান জানান, তিনি সকাল থেকেই মুঠোফোনে ডাটার মাধ্যমে ইন্টারনেট পাচ্ছেন না। তবে বাসায় ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট পাচ্ছেন।
নগরের সাগরদী এলাকা বাসিন্দা সাদিয়া আক্তার বলেন, সকালে বাসায় ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট পেলেও বাসা থেকে বের হয়ে মুঠোফোনে ডাটায় আর ইন্টারনেট আর পাননি।
আরও পড়ুন: বরিশালে বিএনপির সমাবেশ শুরু
বরিশালের পথে ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা
১ বছর আগে
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াইফাই সংযোগকারীর মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইন্টারনেট সংযোগ মেরামতকারীর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার আলাউদ্দিন নগরে এই ঘটনা ঘটে।
নিহত যুবক সবুজ মোল্লা (৩০) কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের পশ্চিম লাহিনী পাড়ার জালাল উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে সবুজ কেসি টিভি নামে একটি প্রতিষ্ঠানে ওয়াইফাই লাইন মেরামতের জন্য আলাউদ্দিন নগরে আসেন। এ সময় লাইন মেরামতের উদ্দেশ্যে আলাউদ্দিন মোড়স্থ বিদ্যুতের খুটিতে ওঠেন। ওঠার পরপরই ওই খুটিতে বেশ কয়েকবার বিস্ফোরণের মত বিকট শব্দ হয়। এরপরই দেখা যায় সবুজ তারের সঙ্গে পেঁচিয়ে ঝুলে আছেন। খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটা ইউনিট সবুজের মৃতদেহ উদ্ধার করে নিচে নামিয়ে নিয়ে আসেন।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্যাবল লাইন শ্রমিকের মৃত্যু
এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মুক্তার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, কুমারখালী আলাউদ্দিন নগরে সবুজ নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: রাজধানীতে কেমিকেল ড্রামসহ নিচে পড়ে শ্রমিকের মৃত্যু
৩ বছর আগে