জলাশয় দখল
জলাশয় দখল: নাটোরে সহিংসতার ঘটনায় আটক ৬
নাটোরের লালপুরে সরকারি জলাশয় দখলকে কেন্দ্র করে সহিংসতা ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে র্যাব-পুলিশ। শনিবার এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
উপজেলার করিমপুর রেলগেট থেকে শুক্রবার রাতে তাদের আটক করা হয়। তারা হলেন, এরশাদ, মন্টু, সিদ্দিক, সজিব,আব্দুর রহমান ও লুৎফর রহমান।
আরও পড়ুন: র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
শনিবার দুপুরে নাটোর র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান খান জানান, শুক্রবার রাতে উপজেলার করিমপুর রেলগেট এলাকা থেকে এরশাদ, মন্টু ও সিদ্দিক নামে তিন জনকে আটক করে তারা। একই বিষয়ে অভিযান চালিয়ে সজিব, আব্দুর রহমান ও লুৎফর রহমান নামে আরও তিন জনকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট: আটক ১
শুক্রবার (২৯ অক্টোবর) লালপুর উপজেলার ঈশ্বরপাড়া এলাকার একটি খাস জলাশয়ের দখল নিয়ে সহিংসতার ঘটনায় মোখলেছ নামে একজন নিহত হয়। ভাঙচুর, লুটপাট ও পুড়িয়ে দেয়া হয় বেশ কিছু বাড়ি।
৩ বছর আগে