পাঁচলাইশ
চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন
চট্টগ্রামের পাঁচলাইশে ছুরিকাঘাতে আজ্ঞাত নামা এক কিশোর খুন হয়েছে। কিশোরকে ছুরিকাঘাত করে হত্যার পর সড়কের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে নগরীর হিলভিউ আবাসিক এলাকার একটি বন্ধ গ্যারেজের সামনে থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
আরও পড়ুন: গেম নিয়ে দ্বন্দ্ব, বন্ধুর ছুরিকাঘাতে কিশোর খুন
এ সময় হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ সন্ধ্যা পর্যন্ত তার নাম পরিচয় জানাতে পারেনি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, স্থানীয় লোকজনের কাছে তথ্য পেয়ে হিলভিউ সড়কের পাশে বন্ধ গ্যারেজের সামনে পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে কিশোর খুন!
চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, আটক ১
১ বছর আগে
চট্টগ্রামে বাসের ধাক্কায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় দায়িত্ব পালন করার সময় এক ট্রাফিক পুলিশ বাসে ধাক্কায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) রাত ১১টার দিকে ষোলশহরের ২নং গেট পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে।
নিহত ট্রাফিক পুলিশ মো. নুরুল করিমের (৫৮) গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে।
আরও পড়ুন: ঢাকার এলিফ্যান্ট রোডে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক পরিদর্শক মো. তারিকুল ইসলাম বলেন, সড়কে কর্তব্যরত শহর এলাকার ১০ নং রোডে বেপরোয়া গতির একটি বাস কনস্টেবল নুরুল করিমকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন।
তিনি আরও বলেন, লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মগবাজারে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু
চট্টগ্রামে কর্মরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু
১ বছর আগে
ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ: চমেক বন্ধ, হল ছাড়ার নির্দেশ
ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠন করা হয়েছে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।
আহতরা হলেন- মাহফুজুল হক (২৩), নাইমুল ইসলাম (২০) এবং আকিব হোসেন (২০)। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শুক্রবার গভীর রাতে এবং শনিবার সকালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এতে তিনজন নেতাকর্মী আহত হয়। সংঘর্ষে লিপ্ত দুই গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাছিরের অনুসারী বলে জানা গেছে।
এদিকে সকালে সংঘর্ষের পর চমেক একাডেমিক কাউন্সিলে কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে একটি বৈঠক হয়েছে। এর আগে গত মার্চে একই ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিট দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ বারবার সংঘর্ষে লিপ্ত হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, রাতের ঘটনার জের ধরে সকালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এতে কয়েকজন আহত হয়েছে। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার পর হাসপাতাল ও ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত, সে বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানান তিনি।
চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, একাডেমিক কাউন্সিলের বৈঠকে আমরা অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের ঘোষণা দিয়েছি। পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। আমরা সব শিক্ষার্থীদের হল ছেড়ে দেয়ার জন্য বলেছি। এছাড়া এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দেয়ার জন্য বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ড. মতিউর রহমানকে।
আরও পড়ুন: চমেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
চমেক হাসপাতালে আগুন: লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
৩ বছর আগে