ক্লাইমেট ভালনেরাবেল ফোরাম
জলবায়ু সংকট মোকাবিলায় বৃহত্তর অর্থায়ন চান হাসিনা ও প্যাট্রিক
জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ব থেকে বৃহত্তর উচ্চাকাঙ্ক্ষা প্রয়োজন এবং বৃহত্তর অর্থায়ন ক্লাইমেট ভালনেরাবেল ফোরাম (সিভিএফ) এর সদস্য দেশগুলোকে জলবায়ু ঝুঁকি থেকে জলবায়ু উন্নয়নের দিকে নিয়ে যেতে সক্ষম করবে। আন্তর্জাতিক ম্যাগাজিন নিউজউইক এ প্রকাশিত এক প্রবন্ধে এসব কথা বলা হয়েছে।
‘বর্তমানে সবচেয়ে ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের জন্য এটি ভালো হবে। তবে যারা বর্ধমান ঝুঁকির হুমকিতে রয়েছে তাদের জন্যও। এটাই সহজভাবে করার সঠিক জিনিস।’ ক্লাইমেট ভালনেরাবেল ফোরাম এর সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গ্লোবাল সেন্টার অন অ্যাডাপশন এর সিইও প্যাট্রিক ভেরকোজেন যৌথভাবে এই কথা লেখেন।
‘মোর ফান্ডিং ইজ ক্রিটিকেল ফর দ্য মোস্ট ভালনেরেবল টু সারভাইভ ক্লাইমেট চেঞ্জ’ শিরোনামে লেখা প্রবন্ধে শেখ হাসিনা ও প্যাট্রিক উল্লেখ করেন, যদিও জলবায়ু পরিবর্তন বৈশ্বিক বিষয়, তবে এটি সবাইকে সমানভাবে প্রভাবিত করেনি।
নিউজউইকে প্রকাশিত প্রবন্ধ অনুযায়ী, ‘চার মহাদেশের ৪৮টি দেশের সংগঠন ক্লাইমেট ভালনেরাবেল ফোরাম (সিভিএফ) এর জন্য জলবায়ু পরিবর্তন অস্তিত্বের ঝুঁকি। এটা বাড়িয়ে বলা না।’
সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় মালদ্বীপ ও মার্শাল আইল্যান্ডের মত দ্বীপ রাষ্ট্রগুলো প্লাবিত হচ্ছে। বাংলাদেশের বৃহৎ ব-দ্বীপ ও নিম্নাঞ্চলে লবাণাক্ত পানি ঢুকে পড়ছে এবং এর ফলে এসব এলাকা অনুর্বর হয়ে যেতে পারে বলে প্রবন্ধে বলা হয়।
সিভিএফভুক্ত দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট কার্যক্রম এখনই নেয়া জরুরি এবং আর দেরি করা যাবে না।
প্রবন্ধে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এর মতে আমাদের অর্থনীতিকে সবুজ করতে আগামী দশকে ৬ থেকে ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা প্রয়োজন।
আরও পড়ুন: জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
ঢাকা-প্যারিস সম্পর্ক উন্নয়নে ফ্রান্স সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্রমন্ত্রী
বনভূমি রক্ষায় ডিজিটাল জরিপ পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর
৩ বছর আগে