পর্যটকবাহী জাহাজ
মিয়ানমার সীমান্তে অস্থিরতা: অনির্দিষ্টকালের জন্য টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
কক্সবাজারের টেকনাফ অংশে মিয়ানমার সীমান্তে অস্থিরতা বিরাজ করায় নিরাপত্তার কারণে ১০ ফেব্রুয়ারি হতে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন।
তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে ১০ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে নৌপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, নিরাপত্তা কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টেকনাফ হতে সেন্টমার্টিনগামী সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে শুক্রবার পর্যন্ত সব জাহাজ চলাচল করবে।
তিনি আরও বলেন, টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকলেও চট্টগ্রাম ও কক্সবাজার হতে চলাচলকারী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।
আরও পড়ুন: চাঁদপুরে ঘন কুয়াশায় লঞ্চে কার্গো জাহাজের ধাক্কা, নিখোঁজ ১
শিবসা নদীতে ফ্লাইঅ্যাশবোঝাই জাহাজডুবি, ১২ নাবিক উদ্ধার
১০ মাস আগে
টেকনাফে পর্যটকবাহী জাহাজে আগুন
টেকনাফের দমদমিয়া ঘাটে পর্যটকবাহী ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে’ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার সকালে টেকনাফের দমদমিয়া ঘাটে নোঙর করা টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী এই জাহাজে এ আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে জাহাজে আগুন, নিহত ১ আহত ২
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেকনাফ স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় ‘কেয়ারি সিন্দাবাদ’ ও ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন’ নামে দুটি জাহাজ দমদমিয়া ঘাটে দীর্ঘদিন ধরে নোঙর করে মেরামত করছিল কর্তৃপক্ষ। সকালে হঠাৎ ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে’ জাহাজে আগুনের সূত্রপাত হয়।
মূহূর্তেই আগুন জাহাজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে জাহাজের ওপরের বেশকিছু অংশ এবং মালামাল ১০টি এসি পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনে সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জাহাজে অগ্নিকাণ্ডে ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম।
আরও পড়ুন: সাগরের মাঝে জাহাজে আগুন লাগার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি
কৃষ্ণসাগরে জাহাজে আগুন লেগে ১৪ নাবিকের মৃত্যু
২ বছর আগে
জেটিঘাট মেরামত: সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভরা পর্যটন মৌসুমেও পর্যটকবাহী জাহাজ যেতে পারছে না। সেন্টমার্টিনের জেটি এখনো পুরোপুরি মেরামত না হওয়ায় কিছুটা ঝুঁকি থাকায় আপাতত পর্যটক যাতায়ত বন্ধ রয়েছে। ১ নভেম্বর সরেজমিনে সেন্টমার্টিনের জেটি ঘাট মেরামত কার্যক্রম পরিদর্শন শেষে পরিদর্শন দল এ তথ্য জানান।
জেলা প্রশাসকের নির্দেশে গঠিত পরিদর্শনদলের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, প্রতিনিধি দলের সকল সদস্য সেন্টমার্টিন জেটিঘাট সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সবাই গুরুত্বপূর্ণ মতামত দেন।
তিনি বলেন, সেবা দিতে গিয়ে পর্যটকদের ঝুঁকির মুখে ফেলা যাবে না। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেঙ্গে যাওয়া সেন্টমার্টিনের জেটি পূর্ণ মেরামত না হওয়ায় কিছুটা ঝুঁকি এখনো রয়ে গেছে। তাই এখন পর্যটকবাহী কোন জাহাজ সেন্টমার্টিনে যেতে অনুমতি পাচ্ছে না। তবে জেটি মেরামত সম্পূর্ণ করে দ্রুত সময়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচলে অনুমতি দেয়া হবে।
আরও পড়ুন: বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা তিন শতাধিক পর্যটক
৩ বছর আগে