মোটরসাইকেল
সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১১ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের সিলেট-তামাবিল মহাসড়কের হযরত শাহজালাল (র.) কলেজ সংলগ্ন এলাকায় দুঘর্টনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী ছালিক মিয়া (২৫) উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামের বশির মিয়ার ছেলে। আর আহত কামাল আহমেদ (১৮) একই এলাকার বাসিন্দা আব্দুল মালিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হযরত শাহজালাল (র.) কলেজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের সঙ্গে পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছালিক মিয়া নিহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫: কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হতাহতকে উদ্ধার করে।।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক জানান, খবর পেয়ে দুঘর্টনাস্থল চিকনাগুলে পুলিশ ফোর্স প্রেরণ করা হয়। তিনি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেন।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫: প্রত্যেক পরিবার পেল ২ লাখ টাকা
১ বছর আগে
সিলেটে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
সিলেটের ওসমানীনগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারের গয়নাঘাটে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের কমরপুর গ্রামের মোশাহিদ আলী ওরফে পাখি মিয়ার ছেলে জাহেদ হোসেন (৩৭) ও ধনপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে রেদওয়ান আহমদ (২৬)।
জানা যায়, দুর্ঘটনার পর দু'জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পর জাহেদকে মৃত বলে ঘোষণা করা হয়। এর কয়েক ঘণ্টা পর রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একসঙ্গে আহত তার বন্ধু রেদওয়ানও।
সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জুয়েল দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খনির ছাদ ধসে ৫জন নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকাল ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের গয়নাঘাট নামক স্থানে শেরপুরগামী বিরতিহীন একটি লোকাল বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহেদ মিয়া নিহত হন। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত রেদওয়ানকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কয়েক ঘন্টা পর রাতে মারা যান রেদওয়ান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র জানান, এ দু’জন মোটরসাইকেলযোগে গোয়ালাবাজার থেকে তাজপুরের দিকে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় নেয়া হয়েছে তবে বাস আটক করা যায়নি।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
১ বছর আগে
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাড়ির ধাক্কায় আহত মোটরসাইকেলের দুই আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হলেন-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে আমির হামজা (১৮) ও একই এলাকার সেলিম রেজার ছেলে শ্রাবণ রেজা (১৮)।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এর আগে, শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রিজের পূর্বঢালে এ দুর্ঘটনা ঘটেছে।
কাঁচপুর শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হবে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত গাড়ি চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
২ বছর আগে
পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর ওপর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার বিকালে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত রাইয়ান পটুয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমান শাহারিয়ারের ছেলে ও অষ্টম শ্রেণির ছাত্র। আহত মোরশেদ দশম শ্রেণির ছাত্র। তারা দু’জনই পটুয়াখালী শহরের বাসিন্দা। তবে আহত অপর দু’জনের নাম পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
দুমকি থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার ভাট জানান, বিকাল সাড়ে ৫টার দিকে সেতুর লেবুখালী প্রান্তের টোল পয়েন্টের উত্তর পাশে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। চার লেনের পায়রা সেতুর মাঝে বিভাজন থাকলেও একটি মোটরসাইকেল রং সাইড দিয়ে অতিক্রম করছিল। এঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত পটুয়াখালী পাঠানো হয়।
এদের মধ্যে গুরুতর আহত রাইয়ানকে আশঙ্কাকাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে মারা যায়। তার সাথের অপর আহত দশম শ্রেণির ছাত্র মোরশেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপতোলের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নুরুন্নাহার জানান, রাইয়ানের মাথায় ইন্টারনাল ট্রাস ইনজুরি হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল রেফার করা হয়েছে।
আরও পড়ুন: ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
৩ বছর আগে