আলট্রাসনোগ্রাফি
মাগুরায় ভুয়া ডাক্তারকে ১ বছরের কারাদণ্ড
মাগুরা শহরের পিয়ারলেস প্রাইভেট হাসপাতালে আল্ট্রাসনোগ্রাফি করার সময় এক ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. মোতাহার হোসেন আলী (৩৬) যশোর জেলার ঘোপরোড এলাকার খোরশেদ আলীর ছেলে।
মাগুরার সিভিল সার্জন ডা. মো. শহিদুল্লাহ দেওয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে পিয়ারলেস প্রাইভেট হাসপাতালে গিয়ে দেখতে পাই অভিযুক্ত মোতাহার হোসেন আলট্রাসনোগ্রাফি করছেন। এ সময় মেডিকেল বিষয়ক নানা প্রশ্ন করলে তিনি সঠিক জবাব দিতে পারেননি। তার কথাবার্তায় সন্দেহ হলে তিনি দাবি করেন বরিশাল মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন। পরে তার কাগজপত্র দেখাতে বললে তিনি বৈধ বিএমডিসি সার্টিফিকেটসহ সঠিক কোন কাগজপত্র দেখাতে পারেননি।
সিভিল সার্জন বলেন, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন কবীর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা হাজতে পাঠান।
আরও পড়ুন: মাগুরায় নির্বাচনী সহিংসতায় ৪ খুন: ঢাকায় গ্রেপ্তার ৫
মাগুরায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার
৩ বছর আগে