এরিক এডামস
নিউইয়র্কের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র এরিক এডামস
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী এরিক এডামস। মঙ্গলবার সাবেক এই পুলিশ কর্মকর্তা দ্বিতীয় কৃষ্ণাঙ্গ হিসেবে মেয়র নির্বাচিত হন। এর আগে ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ডেভিড ডিংকিন প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র ছিলেন।
৬১ বছর বয়সী এরিক এডামস রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়াকে পরাজিত করেন।
মঙ্গলবার রাতে তাঁর নিজ শহর ব্রকলিনের এক হোটলে বিজয় উদযাপন উপলক্ষে এক পার্টিতে এরিক এডামস বলেন, ‘আজকে রাতে নিউইয়র্ক আপনাদের মাঝ থেকে একজনকে নির্বাচিত করেছে। আমিই আপনি। বছরের পর বছর প্রার্থনা, প্রত্যাশা, লড়াই ও পরিশ্রমের পর আমরা সিটি হলে নেতৃত্ব দিচ্ছি।’
করোনা মহামারিতে নিউইয়র্ক সিটির ৩৪ হাজার ৫০০ মানুষ মারা যান। অর্থনীতি এখনও করোনা সম্পর্কিত ঝুঁকির মধ্যে। পর্যটন খাতও ঘুরে দাঁড়াতে পারেনি। প্রশাসনিক ভবন অংশত খালি। কর্মকর্তারা হোমঅফিস করছেন। এক বছর দূরশিক্ষণের পর বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। এসব চ্যালেঞ্জের মধ্যে ১ জানুয়ারি এডামস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
আরও পড়ুন: আবারো কৃষ্ণাঙ্গ হত্যা: মিনেসোটা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে পুলিশ কর্মকর্তা বরখাস্ত
নিজেদের প্রথম কৃষ্ণাঙ্গ নারী পাইলটকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র নৌবাহিনী
৩ বছর আগে