রবি শাস্ত্রী
ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ রাহুল দ্রাবিড়
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে এই নিয়োগের কথা নিশ্চিত করে জানিয়েছে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকেই জাতীয় পুরুষ ক্রিকেট দলের দায়িত্ব নেবেন দ্রাবিড়।
বর্তমান কোচ রবি শাস্ত্রীর মেয়াদ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শেষ হবে।
বিসিসিআইএর বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মিসেস সুলক্ষণা নায়েক এবং মি. আরপি সিং এর সমন্বয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি বুধবার সর্বসম্মতিক্রমে রাহুল দ্রাবিড়কে জাতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করেছেন।’
এতে আরও বলা হয়, ‘সাবেক এই ভারতীয় অধিনায়ক নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজ থেকেই দায়িত্ব নেবেন। বিসিসিআই গত ২৬ অক্টোবর থেকেই রবি শাস্ত্রীর পরবর্তী কোচ নিয়োগের জন্য উল্লিখিত পদের জন্য আবেদন গ্রহণ করছিলেন।’
এ বিষয়ে দ্রাবিড় জানান,‘ ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসাবে দায়িত্ব নিতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের এবং আমি সত্যিই এই দায়িত্ব পালনের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’
আরও পড়ুন:স্ত্রী-শাশুড়িসহ জামিন পেলেন ক্রিকেটার নাসির
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রীও দ্রাবিড়ের প্রশংসা করে বলেন, ‘ রাহুলের প্রচেষ্টায় জাতীয় ক্রিকেট একাডেমিতে অনেক তরুণ ক্রিকেটার উঠে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করেছে। আমি আশা করছি রাহুল ভারতের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।’
‘মিস্টার ডিপেন্ডেবল’ নামে জনপ্রিয় দ্রাবিড় তার অন্যান্য সতীর্থ সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার এবং ভিভিএস লক্ষ্মণের সাথে একটি শক্তিশালী ব্যাটিং লাইন আপের অংশ ছিলেন।
১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ৯৫ রানের দুর্দান্ত ইনিংসের মাধ্যমে দ্রাবিড়ের টেস্ট অভিষেক হয়। ১৬ বছরের ক্যারিয়ারে দ্রাবিড় ১৬৪ টেস্টে ১৩ হাজার ২৮৮ রান করেছেন। এছাড়া ৩৪৪ টি ওয়ানডে ম্যাচ খেলে তার রানের সংগ্রহ ১০ হাজার ৮৮৯।
আরও পড়ুন:ক্রিকেটার মোশাররফ হোসেন আইসিইউতে
ক্রিকেটার নাসির-তামিমার বিয়ে অবৈধ: পিবিআই
৩ বছর আগে