তিতাস নদী
তিতাস নদীতে ধান বোঝাই নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ
ব্রাহ্মণবাড়িয়া সদরে তিতাস নদীতে ধান বোঝাই নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিক বিল্লাল (২৭) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
আরও পড়ুন: কামরাঙ্গীরচরে নৌকাডুবিতে শিশুসহ ২ লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, সকালে চাপুইর থেকে ধান বোঝাই করে একটি নৌকা তিতাস নদী দিয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। নৌকাটিতে ধানের মালিক, দুজন ধান কাটার শ্রমিক ও মাঝি ছিল। চাপুইর এলাকায় কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এসময় তিন জন সাঁতারে তীরে উঠতে পারলেও শ্রমিক বিল্লাল নিখোঁজ হন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছে।
আরও পড়ুন: যমুনায় নৌকা ডুবিতে আরও ৪ লাশ উদ্ধার
উদ্ধার অভিযান চালাতে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসছে বলে জানান তিনি।
২ বছর আগে
তিতাস নদী থেকে নিখোঁজ পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে এক পল্লী চিকিৎসকের লাশ রবিবার সকালে উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার তিতাস নদীতে খেয়া পারাপার হতে গিয়ে দুর্ঘটনায় নিখোঁজ হন তিনি।
নিহত অসীম আচার্য (৩২) বড়াইল ইউনিয়নের মনিপুর গ্রামের গোপী মোহন আচার্যের ছেলে।
জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া সদরের দমকল বাহিনীর সদস্যরা শনিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি। সাময়িক স্থগিত রেখে রবিবার সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু করে নিখোঁজ লাশটি উদ্ধার করে ডুবরী দল।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসীম ও তার সঙ্গে নেপাল সরকার নামে আরও একজন ছোট খেয়া চালিয়ে মনিপুর গ্রাম থেকে তিতাস নদী পার হয়ে গোসাইপুর বাজারে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি আসলে বড় একটি বাল্কহেড তাদের নৌকাটিকে ধাক্কা দেয়। এতে অসীমের সঙ্গে থাকা নেপাল সরকার সাঁতার কেটে তীরে উঠে আসতে পাড়লেও অসীমকে খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন: গাজীপুরে নারী-পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার
জামালপুরে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার
২ বছর আগে
তিতাস নদী দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
তিতাস নদীর অবৈধ দখলদারদের তালিকা দাখিল করতে নদী রক্ষা কমিশনের প্রতি আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমান বেঞ্চ এই আদেশ দেন।
রিট আবেদনকারী সুপ্রিমকোর্টের আইনজীবী এ কিউ এম সোহেল রানা আদেশের বিষয়ে নিশ্চিত করেন। তিনি নিজেই রিটের শুনানি করেন এবং তাকে সুপ্রিমকোর্টের আইনজীবী মুহাম্মদ রেজাউল করিম রেজা সহায়তা করেন।
আরও পড়ুন: ইভ্যালির সিইও রাসেলের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা
অ্যাডভোকেট সোহেল রানা বলেন, নদী রক্ষা কমিশনকে তিতাস নদী দখলের সঙ্গে জড়িতদের তালিকা ৯০ দিনের মধ্যে আদালতে দাখিলে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছেন। রুলে তিতাস নদীর অবৈধ দখল, দূষণ রোধ ও সীমানা নির্ধারণে বিবাদীদের নিস্ক্রিয়তাকে অবৈধ হবে না তা জানতে এবং চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
তিতাস নদী দখল ও দূষণ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ দেন অ্যাডভোকেট সোহেল রানা।
আরও পড়ুন: রিজেন্সির কবির-ফাহিমের জামিন বিষয়ে আদালতের ব্যাখ্যা তলব
গত ১৬ নভেম্বর লিগ্যাল নোটিশটি পাঠানো হয়। সংশ্লিষ্টরা প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় ৩০ নভেম্বর জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। রিটে ভূমি সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব, পানি সম্পদ সচিব, চেয়ারম্যান বিআইডব্লিউটি, চেয়ারম্যান নদী রক্ষা কমিশনসহ ১১ জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।
৩ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোকর্ণ লঞ্চঘাটে তিতাস নদীর ওপর নির্মিত ৫৭৫ মিটার দীর্ঘ সেতু গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ বছর আগে
‘শেখ হাসিনা তিতাস সেতু’ রক্ষায় হাইকোর্টের রুল
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর, কুমিল্লার হোমনা ও মুরাদনগর উপজেলাকে সংযুক্ত করে তিতাস নদীর ত্রিমোহনায় নির্মিত দেশের প্রথম ওয়াই আকৃতির ‘শেখ হাসিনা তিতাস সেতু’র নিচের এলাকা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
৪ বছর আগে