নিরপরাধ শিশুদের বিনোদন
সিলেট কারাগারে ‘স্বপ্নপুরী শিশু কর্নার’ প্রতিষ্ঠা
কারাভোগী মায়েদের সাথে কারাগারে অবস্থানরত নিরপরাধ শিশুদের বিনোদনের জন্যে সিলেট কেন্দ্রীয় কারাগারে ‘স্বপ্নপুরী শিশু কর্নার’ নামে একটি বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত অপরাধী সংশোধন ও পূর্নবাসন সংস্থা সিলেটের বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়। এ কর্নারে শিশুদের জন্যে খেলনা হাঁস, বল হাউস, ওয়াকারসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী রয়েছে।
আরও পড়ুন: কারাবন্দীদের আত্মসংশোধনে ঢাবি অধ্যাপকদের চেষ্টা
সভায় সভাপতির বক্তব্যে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মামুনূর রশীদ বলেন, অপরাধের মতো সামাজিক ব্যধিতে মানুষ নানা কারণে জড়িয়ে পড়ে। মন্দ পরিবেশ ও অসৎ সঙ্গের কারণে অথবা স্বজ্ঞানেও কেউ কেউ অপরাধে জড়িয়ে পড়তে পারে। এজন্যে শুধু শাস্তি নয় অপরাধীদেরকে সংশোধনের মাধ্যমে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে।
সভায় জানানো হয়, ৩২ জন শিশুকে বিকল্প পন্থায় বিভিন্ন থানা থেকে তাদের পরিবারে পুনর্বাসন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ১৯ জন শিশুকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র খাদিম নগর, সিলেটে এবং ১০ জন শিশুকে সেফহোম বাগবাড়ি সিলেটে নিরাপদে রাখা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। এ ছাড়া সংস্থার উদ্যোগে কারাগারে কারিগরী প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন: ভারতে কারাবন্দী কুড়িগ্রামের ২৫ বাংলাদেশিকে মুক্তির আদেশ
বার্ষিক সভার শেষ পর্যায়ে অপরাধী সংশোধন ও পূর্নবাসন সংস্থা সিলেটের পক্ষ থেকে সদ্য কারামুক্ত শারমিন বেগম নামে একজন কিশোরীকে সেলাই মেশিন দেয়া হয়।
৩ বছর আগে