জ্বালানি তেলের দাম বৃদ্ধি
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পেছনে সরকারের যুক্তি ‘অগ্রহণযোগ্য’: ফখরুল
ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির পেছনে সরকারের যুক্তি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এ ধরনের অমানবিক সিদ্ধান্ত (জ্বালানির দাম বৃদ্ধির) নিয়ে বর্তমান সরকার কতটা দায়িত্বজ্ঞানহীন এবং জনগণ থেকে বিচ্ছিন্ন। বাংলাদেশে যখন ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে, তখন প্রতিবেশী ভারত তাদের দাম ৫ টাকা কমিয়েছে।’
শুক্রবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি ইউনিট যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।
বিএনপি নেতা বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণেই ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয় বলে সরকার যুক্তি দেয়। কিন্তু আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার পরও দাম বেশি নেন কেন? আপনারা সেই সময় জ্বালানির দাম কমান না, কারণ আপনারা সেই টাকা চুরি করেন। আপনারা আবার জনগণের পকেট কেটে পকেট ভারী করার চেষ্টা করছেন।’
ফখরুল বলেন, ‘ডিজেল ও কেরোসিনের দাম রাতারাতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। এটা বর্তমান সরকারের দুঃশাসনের লক্ষণ। এক বছরে বারবার বিদ্যুতের দাম বাড়ানোর পাশাপাশি এলপিজির দামও বাড়ানো হয়েছে। এক বছরে বিদ্যুতের দাম তিন থেকে চারবার বেড়েছে। সব কিছুর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে যদি আপনারা বাজারে যান দেখতে পাবেন পণ্য কিনতে কতটা অসুবিধা হয়।’
আরও পড়ুন: এখন সর্বত্র ‘চরম নৈরাজ্য’: মির্জা ফখরুল
জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘটের কথা উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ‘বাস ভাড়া ও ট্রাক ভাড়া এখন পরিবহন মালিকরা বাড়াবেন যা শেষ পর্যন্ত চাল, ডাল ও চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেবে।’
ফখরুল বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে। ইতোমধ্যে বাংলাদেশের রাজনীতি ও জনগণের ভবিষ্যৎ ধ্বংস করেছে।’
নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি না থাকলেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহিংসতায় এ পর্যন্ত ৮৭ জন মারা গেছেন।’
এ সময় ফখরুল দেশ ও বিএনপিতে সাদেক হোসেন খোকার অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, ‘তিনি মাথা থেকে পা পর্যন্ত একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন।’
বুধবার সরকার ডিজেল এবং কেরোসিনের দাম বাড়িয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে পেট্রোলিয়ামের দাম পুনর্বিন্যাস করা হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনী মাঠ খালি করছে সরকার: ফখরুল
আ’লীগের মুক্তিযুদ্ধের চেতনা নেই: মির্জা ফখরুল
২ বছর আগে