আরিয়ান
শাহরুখপুত্রের বিরুদ্ধে মাদক মামলার তদন্ত কর্মকর্তা সমীর অপসারিত
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানের বিরুদ্ধে মাদক মামলার তদন্ত কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে অপসারণ করা হয়েছে। জামিন পেয়ে মুম্বাইয়ের একটি কারাগার থেকে বেরিয়ে আসার এক সপ্তাহ পর শুক্রবার ফেডারেল মাদকবিরোধী সংস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) এই শীর্ষ কর্মকর্তাকে এ মামলা থেকে সরিয়ে দেয়া হয়।
সূত্র ইউএনবিকে জানিয়েছে, এই ‘হাই-প্রোফাইল মামলা’ নিষ্পত্তি করার জন্য এক প্রত্যক্ষদর্শীর মাধ্যমে শাহরুখের কাছে ৮ কোটি রুপি ঘুষ দাবি করার অভিযোগে এনসিবি জোনাল ডিরেক্টর সমীরকে এ মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।
সূত্র আরও জানিয়েছে, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সঞ্জয় সিংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল এখন সমীরের কাছ থেকে ক্রুজ-অন-ড্রাগ মামলাটি হাতে নিয়েছে।
মাদক মামলায় গ্রেপ্তারের তিন সপ্তাহেরও বেশি সময় পর আরিয়ানকে মুক্তি দেয়া হয়েছে। গত ২৮ অক্টোবর মুম্বাইয়ের হাইকোর্ট থেকে জামিন পেয়ে ৩০ অক্টোবর মুম্বাইয়ের উচ্চ-নিরাপত্তাযুক্ত আর্থার রোড কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। ৮ অক্টোবর থেকে আরিয়ান বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। মুম্বাইয়ের হাইকোর্ট ২৩ বছর বয়সী আরিয়ান ও তার দুই বন্ধু আরবাজ বণিক ও মুমুন ধামেচার শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন।
মুম্বাই হাইকোর্টের দ্বারা তালিকাভুক্ত ১৪টি শর্তের মধ্যে রয়েছে যে আরিয়ান, আরবাজ এবং মুমুন দেশ ছেড়ে যেতে পারবেন না এবং মাদক মামলায় কোনও সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা করতে পারবেন না। তাদের পাসপোর্টও আদালতে জমা দিতে বলা হয়েছে।
আরিয়ানকে বিশেষ করে, প্রতি শুক্রবার ফেডারেল মাদক বিরোধী সংস্থার মুম্বাই অফিসে যেতে এবং যখনই প্রয়োজন হয় তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে। কোনো শর্ত লঙ্ঘন করলে তার জামিন বাতিল হতে পারে।
উল্লেখ্য, এর আগে ৩ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে আটক করে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।
আরও পড়ুন: পুরাতন বান্টি-বাবলি জুটিকে টপকাতে আসছে বান্টি অর বাবলি-২
পুনিথ রাজকুমার: কান্নাড়া চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতার পরোপকারী ক্ষণস্থায়ী জীবন
৩ বছর আগে