জরুরি পরিস্থিতি
জরুরি পরিস্থিতিতে লাশ ব্যবস্থার প্রশিক্ষণ দিয়েছে রেড ক্রিসেন্ট
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) সহযোগিতায় বান্দরবান, পার্বত্য চট্টগ্রামে (সিএইচটি) তিনটি ধর্ম ভিত্তিক সংস্থাকে জরুরি পরিস্থিতিতে লাশ ব্যবস্থার প্রশিক্ষণ দিয়েছে আর্ন্তজাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।
রেড ক্রিসেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: টিকাদান কর্মসূচি সফল করতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি
তথ্য অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে (সিএইচটি) তিনটি ধর্ম ভিত্তিক সংস্থাকে জরুরি পরিস্থিতিতে কিভাবে নিরাপদে মৃতদেহ ব্যবস্থাপনা করবেন সে বিষয়ে একদিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো, ইসলামিক ফাউন্ডেশন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বান্দরবান খ্রিস্টান অ্যাসোসিয়েশন। প্রতিটি সংস্থা লাশ নিরাপদে পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ ধারণকারী জরুরি প্রস্তুতি কিট পেয়েছে।
জরুরি অবস্থার সময়, মৃতদের পরিচালনার দায়িত্ব প্রায়ই স্থানীয় সংস্থা, সম্প্রদায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের ও ধর্ম-ভিত্তিক দাতব্য গোষ্ঠীকে দেয়া হয়। মৃত ব্যক্তির মর্যাদা সংরক্ষণ তার পরিবারের ব্যথা কমাতে সাহায্য করে, পাশাপাশি ব্যবস্থাপনাজনিত কোন ভুলের কারণে মানুষ যেন নিখোঁজ না হয়ে যায় সে বিষয়টি নিশ্চিত করতেও সহায়তা করে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড: রেড ক্রিসেন্টের ১০০০ আশ্রয়ণ নির্মাণ
এই প্রশিক্ষণে গুরুত্ব ব্যাখ্যা করে আইসিআরসি ফরেনসিক বিশেষজ্ঞ জেনি হিউজ বলেন, ‘এই প্রশিক্ষণগুলির উদ্দেশ্য হল স্থানীয় স্বেচ্ছাসেবকদের যথাযথ পরীক্ষা, শনাক্তকরণ, শনাক্তকরণের জন্য মৃতদেহগুলোকে যথাযথভাবে এবং সম্মানজনকভাবে পুনরুদ্ধার এবং স্থানান্তর করার জন্য সর্বোত্তম অনুশীলনগুলো প্রয়োগ করে প্রাথমিক এবং বাস্তব নির্দেশনা দেয়া। আমরা মৃতদের সাথে পৌরাণিক কাহিনী সম্পর্কিত ভয় এবং মিথ্যা রচনা দূর করতে, ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই), বডি ব্যাগ এবং জরুরি প্রস্তুতির কিটগুলোর সঠিক ব্যবহার দেখাতে চাই।’
৩ বছর আগে