'রিকশা গার্ল'
আমেরিকার প্রেসকট চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত অমিতাভ রেজার 'রিকশা গার্ল'
কোন চলচ্চিত্রের বিচারক মহল যখন বিশ্বের সর্বোচ্চ মাত্রার হয়, তখন সেই চলচ্চিত্রের পরিপূর্ণতার পরিধি কেমন হতে পারে! অবিসংবাদিত হলেও সেই সীমারেখায় পৌঁছার চেষ্টায় স্বপ্ন বিপণী খুলে বসে প্রতিটি চলচ্চিত্র পরিচালক। এ যেন স্বপ্নের ফেরিওয়ালাদের এক নয়নাভিরাম প্রতিযোগিতা। আর বাংলাদেশের মত দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র একটি দেশের জন্য সেই রেসের পথ আরও দীর্ঘ হয়ে যায়। এমনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে হলিউডের দেশ আমেরিকার প্রেসকট চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত হলো বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজার সিনেমা ‘রিকশা গার্ল’। চলুন, দেশের বাইরেও ব্যাপকভাবে সমাদৃত এই চলচ্চিত্রটির ব্যাপারে কিছু তথ্য জেনে নেয়া যাক।
‘রিকশা গার্ল’ সিনেমার গল্প
বাংলাদেশের নিম্নবিত্ত পরিবারের মেয়ে নাঈমা। অসুস্থ বাবার রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে সংসার চালানোর জন্য। চিরাচরিত পুরুষ শাসিত সমাজের নিষ্পেষণে পড়ে ছেলে সেজে রিক্সা চালাতে শুরু করে। একদিন হঠাৎ এক দুর্ঘটনায় রিক্সার কিছু অংশ ভেঙ্গে রিক্সাটি বিকল হয়ে পড়ে। সেই ভাঙা অংশ মেরামত করতে গিয়ে নাঈমা জড়িয়ে যেতে থাকে আরেক যুদ্ধে।
এভাবেই নাঈমার পরিবারটিকে তুলে ধরা হয়েছে বাংলাদেশের হাজার হাজার হত-দরিদ্র পরিবারের প্রতিনিধি হিসেবে।
আরও পড়ুন: কবির খান-এর ‘৮৩’ তে কপিল দেব-এর বেশে রনবীর সিং
আমেরিকার প্রেসকট চলচ্চিত্র উৎসব
চলচ্চিত্র নির্মাতা ও তাদের স্বাধীন চলচ্চিত্রের মাধ্যমে প্রেসকট ও কোয়াড সিটি এলাকায় পর্যটন শিল্পের প্রচারের লক্ষ্যে নিবেদিত স্বেচ্ছাসেবীদের একটি প্রচেষ্টা এই প্রেসকট চলচ্চিত্র উৎসব। ২০১০ সাল থেকে উৎসবটি সারা বিশ্ব থেকে স্বাধীন চলচ্চিত্রগুলোকে একত্রিত করে আসছে। পাশাপাশি আরিজোনার প্রেসকটে অবস্থিত ইয়াভাপেই কলেজকে প্রতি বছর পরিণত করছে নতুন পরিচালকদের মিলনমেলায়।
এবারো ইয়াভাপেই কলেজের কমিউনিটি রুম, পারফর্মিং আর্ট্স ভবন, স্কাল্পচার গার্ডেন জুড়ে ১৪ থেকে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে উৎসবটি।
বাংলাদেশি চলচ্চিত্র ‘রিক্শা গার্ল’ এখানে জুড়ি পুরষ্কার বিভাগে সেরা ন্যারেটিভ ফিচার ফিল্ম পুরষ্কার পেয়েছে।
আরও পড়ুন: তিথির অসুখ: ইমরাউল রাফাত পরিচালিত চরকির নতুন ওয়েব ফিল্ম
‘রিকশা গার্ল’ চলচ্চিত্র নির্মাণ
ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখিকা মিতালী পারকিন্স-এর কিশোর উপন্যাস ‘রিক্শা গার্ল’ ২০০৭ সালের নিউইয়র্কের সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় ছিলো। এই বইটির গল্পের উপর ভিত্তি করেই একই শিরোনামে মুভিটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। আয়নাবাজি’র পর এটা তাঁর দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
৩ বছর আগে