মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
জিয়া-এরশাদ-খালেদা দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চেয়েছিল: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়া, এরশাদ ও খালেদা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।
তিনি বলেন, ‘তারা ২৯ বছর রাষ্ট্রের ক্ষমতায় ছিল। আর বঙ্গবন্ধু সাড়ে তিন বছর ও শেখ হাসিনা সাড়ে ১৮ বছর মোট ২২ বছরের মতো আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি। তারা ২৯ বছরে কী করেছে আর ২২ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে- সেই হিসাব যদি মিলান, তাহলেই বুঝতে পারবেন তারা কখনোই বাংলাদেশের উন্নয়ন চায়নি। বাংলাদেশকে জিয়া, এরশাদ ও খালেদা একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।’
আরও পড়ুন: মানবতার সেবায় অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করুন: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত জাতীয় সংগঠন খেলাঘরের দুই যুগ পূর্তি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সম্মেলনে মন্ত্রী এই সব কথা বলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করে ক্ষমতায় এসেছিল, তাদের সাধের পাকিস্তান যেমন আজকে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্র বাংলাদেশকেও তারা তেমন ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করেছিল।
তিনি বলেন, বাংলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে আবার ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফিরিয়ে এনেছে।
আরও পড়ুন: তামাক নিয়ন্ত্রণে আইন শক্তিশালী করতে পদক্ষেপ নেবে সরকার: মোজাম্মেল হক
খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।
২ বছর আগে
দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই সাম্প্রদায়িক নৈরাজ্য: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
দেশকে পাকিস্তানের মত অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই সারাদেশে সাম্প্রদায়িক নৈরাজ্য বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার বিকেলে গাজীপুর সদরের সার্কিট হাউসের পাশে কালেক্টরেট হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ মন্ত্রী আরও বলেন, অতীতে আপনারা দেখেছেন দেশ এবং বিশ্ববাসী দেখছে যখনই দেশ এগিয়ে যায় তখন এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বিশেষ এক শ্রেণি যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই, প্রত্যক্ষভাবে বিরোধীতা করেছে সেই অপশক্তিরাই এই দেশকে তাদের সাধের পাকিস্তানের মত অকার্যকর, ব্যর্থ রাষ্ট্র করার জন্য বিভিন্ন সময় ষড়যন্ত্র করে যাচ্ছে। মানুষের ধারণা, এ ঘটনায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে। অচিরেই প্রকৃত দোষীদের চিহ্নিত করা হবে এবং সবাই সেটি জানতে পারবে।
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামকে সঙ্গে নিয়ে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।
আরও পড়ুন: সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
হিন্দুদের ওপর হামলা বন্ধ করা প্রয়োজন: জাতিসংঘ
চট্টগ্রামে পূজামণ্ডপে হামলা: ৫০০ জনের বিরুদ্ধে মামলা
৩ বছর আগে
টিকা না দিলে শাস্তি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার
‘১১ আগস্ট থেকে মানুষের চলাচলের ক্ষেত্রে টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়েছে, অন্যথায় শাস্তির বিধান করার সিদ্ধান্ত হয়েছে’ বলে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক যে বক্তব্য দিয়েছিলেন তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।
বুধবার (০৪ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিককেই পর্যায়ক্রমে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে। তবে ‘টিকানেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ১১ আগস্টের পর হতে বাইরে বের হতে পারবে না’ মর্মে বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রীর যে বক্তব্য প্রচার হচ্ছে বক্তব্যের সে অংশটুকু প্রত্যাহার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আরও পড়ুন: টিকা না নিয়ে চলাফেরা শাস্তিযোগ্য অপরাধ হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
এর আগে মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মোজাম্মেল হক বলেন, ভ্যাকসিন ছাড়া কোন মানুষ মুভমন্ট করলে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচনা করা হবে। সরকার দরকার হলে অধ্যাদেশ জারি করে শাস্তির ব্যবস্থা করবে। যেহেতু এখন সংসদ অধিবেশন নেই তাই অধ্যাদেশ জারি করা হতে পারে।
এদিকে, ‘টিকা নেয়া ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না’ বলে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্যটি প্রকাশ হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
পড়ুন: শনিবার থেকে খুলনায় গণ টিকাদান শুরু
জাপানের দেয়া অ্যাস্ট্রাজেনেকা টিকার তৃতীয় চালান ঢাকায়
মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুতই ১৮ বছরের ঊর্ধ্বে সকল ব্যক্তিকেই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে। টিকা নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না’ বলে বিভিন্ন সামাজিক মাধ্যমে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নয়।
এ ধরনের কোন সিদ্ধান্ত বা প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোথাও দেয়া বা নেয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
৩ বছর আগে
একুশে পদক বিতরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২১ বিশিষ্ট ব্যক্তির মাঝে শনিবার দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২১ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩ বছর আগে
মানবতার সেবায় অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করুন: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য রোটারিয়ানদের কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
৪ বছর আগে