আদমজি ইপিজেড
আদমজি ইপিজেডে ৩১ মিলিয়ন বিনিয়োগ দ. কোরিয়ার
দক্ষিণ কোরিয়ান কোম্পানি কিডো ঢাকা লিমিটেড রাজধানীর আদমজি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) উচ্চ মানসম্পন্ন একটি গার্মেন্টস ফ্যাক্টরি নির্মাণের জন্য ৩১ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।
সোমবার রাজধানীর বেজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও কিডো ঢাকা কো. লিমিটেড এ সংক্রান্ত একটি চুক্তি সাক্ষর করেছে। বেজার পক্ষ থেকে প্রচার বিষয়ক কর্মকর্তা আলি রেজা মাজিদ এবং কিডো ঢাকা লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক আন ইয়ং ডো জোসেফ এই চুক্তিতে সাক্ষর করেন।
ইয়ং ডো বলেছেন, বাংলাদেশে আরও অনেকগুলো জায়গায় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে আমাদের। আদমজি ইপিজেডে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগ প্রক্রিয়া শুরু করা হলো।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন: দ. কোরিয়ার সহায়তা চায় বাংলাদেশ
তিনি বলেন, তাদের কাছে থাকা উন্নত প্রযুক্তির সাহায্যে তারা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল এবং ইপিজেডের দুর্বল শিল্পগুলোকে চাঙ্গা করার চেষ্টা করবে।
কিডো খেলোয়ারদের পোশাক প্রস্তুতকারী একটি স্বনামধন্য দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান। ভিয়েতনাম, মিয়ানমার ও ইন্দোনেশিয়ায় বর্তমানে এই প্রতিষ্ঠানটির পাঁচটি প্রকল্প রয়েছে।
কিডো ঢাকা লিমিটেড কোম্পানিটি কোরিয়ান কিডো গ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। প্রতিবছর তারা দুই মিলিয়ন পিস জ্যাকেট, মোটরসাইকেল সেফটি জ্যাকেট, চামড়া ও ফাইবার জ্যাকেট, ওয়ার্ক জ্যাকেট, স্পোর্ট জ্যাকেট, ফ্লিস জ্যাকেট, বেবি ওয়ার্মার, সফট শেল জ্যাকেট, সোয়েটশার্ট, ভেস্ট, ওয়ার্ক- পরিধান, কভারঅল, হাসপাতালের গাউন, প্রতিরক্ষামূলক কাপড় এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) উৎপাদন করবে। এর ফলে বাংলাদেশের প্রায় ছয় হাজার ৪০ জন মানুষের কর্মসংস্থান হবে।
আরও পড়ুন: শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিতে দ. কোরিয়ার প্রতি ঢাকার আহ্বান
বেজার নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং বেজার বিদায়ী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২ বছর আগে