হালিশহর
চট্টগ্রামে গোডাউনে মিলল ব্যবসায়ীর লাশ
চট্টগ্রাম মহানগরীর হালিশহরের একটি গোডাউন থেকে আবু মোতালেব নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুন) বিকাল ৩টার দিকে বসুন্ধরা আবাসিকের (উত্তর আগ্রাবাদ) ৩ নম্বর সড়কের পাশে জাহানারা ম্যানশন নামে একটি বাড়ির গোডাউন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পদ্মায় ট্রলার ডুবে গরু ব্যবসায়ী নিখোঁজ
নিহতের আবু মোতালেবের বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায়। তবে তিনি থাকতেন হালিশহর জাহানারা ম্যানশনের ওই বাড়িতে।
স্থানীয়রা জানায়, বসুন্ধরা আবাসিকের ৩ নম্বর সড়কের ওই বাড়িতে লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
হালিশহর থানার তদন্ত কর্মকর্তা (আইও) মো. সাইফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।
আরও পড়ুন: সিলেটে চিনিভর্তি ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে সড়কে মিলল অজ্ঞাতনামা যুবকের রক্তাক্ত লাশ
৫ মাস আগে
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার নয়াবাজার এলাকায় সংঘবদ্ধ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্থানীয় এক যুবক খুন হয়েছেন।
রবিবার (২৮ মে) ভোর ৪টার দিকে নয়াবাজার বিশ্বরোড় মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত যুবক মো. আজাদ (৩০) পাহাড়তলী থানার নয়াবাজারের নাজির বাড়ির মোহাম্মদ লাভু ইব্রাহিমের ছেলে বলে জানা গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে রিকশাচালক দগ্ধ
এদিকে মৃত্যুর আগে আজাদ তার খুনি কয়েকজনের নাম বলে গেছেন। তার বক্তব্য অনুযায়ী তারা হলো- রাজু ও ওসমানসহ আরও কয়েকজন।
প্রতক্ষ্যদশীরা জানায়, ভোরে নয়াবাজার মোড়ে সাত থেকে আটজন সন্ত্রাসী আজাদের ওপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাত তার পেটে লাগে।
পরে স্থানীয়রা আজাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, নয়াবাজার এলাকায় ছুরিকাঘাতে আহত এক যুবককে চমেক হাসপাতালে আনার পর সকাল ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, তার লা্শ মর্গে রাখা আছে।
আরও পড়ুন: চট্টগ্রামে স্ত্রীর মামলায় আইনজীবী কারাগারে
চট্টগ্রামে আগুনে পুড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু
১ বছর আগে
চট্টগ্রামে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হালিশহরে পানির ট্যাংক এলাকার ৪ নম্বর রোড়ে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে নিহত রাবেয়া খাতুনের (৫০) স্বামী মোহাম্মদ জামিন (২৯) পলাতক রয়েছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, পারিবারিক ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীর গলায় ছুরি ঢুকিয়ে দেয়। আহত অবস্থায় রাবেয়া নামে এ নারীকে হালিশহরের একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মোহাম্মদ জামিন ঘটনার পর পালিয়েছে, তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ব্যাপারে হত্যা মামলা করা হবে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় গলা কেটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
স্থানীয়রা জানান, এ-ব্লক ৪ নম্বর রোডে টিনশেড বাসায় ভাড়া থাকতো ভাঙ্গারী (পুরানো জিনিসপত্র) ব্যবসায়ী কিশোরগঞ্জের মোহাম্মদ জামিন। ৯ মাস পূর্বে হাটহাজারীর রাবেয়া খাতুনের সঙ্গে তার বিয়ে হয়।
জানা গেছে, জামিনের সংসারে বাচ্চা নেয়ার বিষয়ে বেশ কিছুদিন ধরে তাদের ঝগড়া চলছিল। জামিন বাচ্চা নেয়ার পক্ষে থাকলেও রাবেয়া এতে রাজি ছিল না।
স্থানীয়রা জানান, আজ (শনিবার) সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে জামিন রাবেয়ার গলা কেটে দেয়। রাবেয়া এ অবস্থায় দৌড়ে পালিয়ে রাস্তায় বেরিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে ভিক্ষুককে গলা কেটে হত্যা
নড়াইলে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা
১ বছর আগে
চট্টগ্রামে ৫৩ জুয়াড়ি গ্রেপ্তার
চট্টগ্রামের হালিশহরে ক্যাসিনো ও জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করা হয়েছে। এই সময় সেখান থেকে বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করে র্যাব-৭।
শনিবার রাতে পোর্ট কানেকটিং রোডে নবাব টাওয়ারের তৃতীয় তলায় রিক্রিয়েশন সেন্টার অ্যান্ড কো-অপারেটিভ সোসাইটির অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: কলেজ শিক্ষকের কব্জি বিছিন্ন ও হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৭
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ফেরদৌস আলম (৫৭), মো. দিদারুল আলম (৫০), মো. সাইফুল ইসলাম (৪১),মো. শাহাবুদ্দিন (৬২), মো. আবুল কালাম আজাদ (৬৬), মো. দেলোয়ার হোসেন (৪০),মো. আলা উদ্দিন (৫০), মো. শহিদ উল্লাহ (৪৭), মো. জাকির হোসেন (৫৩), মো. তাওহিদুল মাওলা (৫১), গিয়াস উদ্দিন মাহমুদ (৫৯), মো. সাইফুল ইসলাম (৫২), মো. আব্দুস সালাম (৭২), মো. জাকির হোসেন (৬৪), মোসাদ্দেক (৫৮), সুধীর দাস (৭২), নোমান (৪৮), কাজী মো. জাকারিয়া (৫৬), মো. নজরুল ইসলাম (৫৮), মো.সাইফুল আজম (৪২),মো. ফজলুল করিম (৫৪), মাহফুজজুর রহমান (৪৫), মো. হেলাল উদ্দিন (৬০), মো.বাবু (২৭), মো. শামসুল ইসলাম (৫৩), উৎপল চৌধুরী (৪৬), রবি শংকর (৪৩), মো. জসিম (৩৭), মো. সোহরাফ হোসেন (৪২), কাজী মোজাহিদুল ইসলাম নওশাদ (৫২), মহিউদুল্লা কাজল (৫৭), মো. আরিফুল ইসলাম (৪২), মো. ওহিদুর রহমান (৬৩), মো. আমিরুল ইসলাম (৬২), গোলাম রসুল (৬২), আব্দুর রশিদ (৪৭), মো. নুরুল ইসলাম (৬৪), মাহবুব নবী চৌধুরী (৫৭), মো. ফরিদ (৪২), আব্দুর শুক্কুর (৫৫), মো. আবুল হাসান (৩২), মো.শহীদুল ইসলাম সাগর (২৪), মো.সুমন চৌধুরী (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৫০), মো. ওমর ফারুক (৫২), মো. সোহাগ (১৯), মো. জসীম (২৩), মো. জাহাঙ্গীর আলম (৫৭), মো. রফিকুল হাসান (৩৯), আশীষ গুহ (৫৫), মো. রেজাউল মাওলা (৪২), মো. মনির আহম্মদ চৌধুরী (৬৫), ও মো. মঞ্জুর আলম (৫৮)।
রবিবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা: বাসচালকসহ গ্রেপ্তার ২
তিনি জানান, রিক্রিয়েশন সেন্টার অ্যান্ড কো-অপারেটিভ সোসাইটির আড়ালে একটি চক্র দীর্ঘ দিন ধরে অবৈধ জুয়া ও ক্যাসিরেনার আসর বসিয়ে আসছিল। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫৩ জনকে আটক করে। তাদের হেফাজতে থাকা বিভিন্ন রুম থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় তাস ১৫৫ সেট, জুয়া খেলার চিপ ৪৩০টি (বিভিন্ন রংয়ের) এবং নগদ তিন লাখ ৬৯ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।
আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
২ বছর আগে
চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকার নিজ বাসা থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উক্ত কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর ওই বাসার ভাড়াটিয়া আলমগীর হোসেন পলাতক রয়েছেন।গতকাল রবিবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে আলী শাহ মাজার সংলগ্ন ভাড়া বাসা থেকে ১৩ বছর বয়সী ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা সোমবার দুপুরে হালিশহর থানায় মামলা করেছেন।পরিবারের বরাত দিয়ে হালিশহর থানা পুলিশ জানায়, কিশোরী সকালে প্রাইভেট পড়ে আসার পর দীর্ঘ সময় ধরে রুমে একা ছিল। তার সঙ্গে কথা বলতে ওই কিশোরীর বাবা ঘরে ঢুকলে মেয়ের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: জামালপুরে স্কুলছাত্রী ‘ধর্ষণের পর আত্মহত্যা’, যুবক গ্রেপ্তারহালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রাতে ওই কিশোরীর নিজ বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণ করার পর তাকে হত্যা করা হয়েছে। ওই বাসায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন অটোরিকশাচালক আলমগীর হোসেন। তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করেন। বাসায় স্ত্রী না থাকার সুযোগে আলমগীর ওই কিশোরীকে ধর্ষণ করে হত্যা করতে পারে। ঘটনার পর থেকে আলমগীর পলাতক রয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
২ বছর আগে
হালিশহরে কাঁচাবাজারে আগুন
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকার একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, 'সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হালিশহরের গোডাউন বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন নির্বাপণ করা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আছে এবং নির্বাপণ শেষ পর্যায়ে।'
তিনি বলেন, আগুনে একটি বিপণিকেন্দ্রের সেমিপাকা বেশ কিছু দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত ও হিসাব করে জানাতে পারব।
পড়ুন: পেট্রাপোল বন্দরে আগুনে পুড়ল তুলাবোঝাই ১২ ট্রাক
গাজীপুরে কেমিকেল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট
৩ বছর আগে