ওয়ান-ডে সেল
ওয়ান-ডে সেল ক্যাম্পেইন ‘ইলেভেন ইলেভেন’ এর জন্য প্রস্তুত দারাজ
চার শতাধিক কাস্টমার অ্যান্ড পার্টনার সাপোর্ট এক্সেকিউটিভ নিয়োগসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সবচেয়ে বড় ওয়ান-ডে সেল ক্যাম্পেইন ‘ইলেভেন ইলেভেন’ (১১.১১) এর প্রস্তুতি নিয়েছে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ।
মঙ্গলবার প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের মধ্য দিয়ে, ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ সহায়তা মধ্যে দিয়ে ই-কমার্স প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতির প্রতিফলন ঘটে যাচ্ছে।
আরও পড়ুন: দারাজসহ ২৩ ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব
এবিষয়ে দারাজের চিফ কাস্টমার অফিসার ফারহানা রফিকুজ্জামান বলেন, ‘আমরা আমাদের সিগনেচার সেল ক্যাম্পেইনে আমাদের ক্রেতা এবং বিক্রেতাদের সম্ভাব্য সর্বোচ্চ সেবা প্রদানের সকল চেষ্টা করছি। এ বছরের ১১.১১ -এ, আমরা আমাদের ক্রেতাদের সহজ ও আনন্দদায়ক কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করতে চাই।’
তিনি বলেন, ‘নতুন কর্মী নিয়োগের মাধ্যমে, আমরা আমাদের এই বহুল প্রত্যাশিত ইভেন্টের প্রস্তুতি হিসেবে ঝামেলামুক্ত ডেলিভারি, অভিযোগের দ্রুততর সমাধান এবং সামগ্রিকভাবে শীর্ষস্থানীয় সেবা প্রদানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
আরও পড়ুন: দারাজের একদিনের বৃহত্তম অনলাইন মেলা ১১ নভেম্বর
এই পূর্ণাঙ্গ প্রস্তুতির পাশাপাশি, ১১.১১ ক্যাম্পেইন, ট্র্যাকশন এবং প্রিপেমেন্ট অফার-সংক্রান্ত তথ্য প্রদানের মাধ্যমে ক্রেতাদের সহায়তা প্রদান করবে দারাজের নিজস্ব স্মার্ট চ্যাটবট ‘দাজ’।
২ বছর আগে