এম আবদুল্লাহ
আটকের ৬ ঘণ্টা পর সাংবাদিক নেতা আবদুল্লাহ মুক্ত
ফেনীর সোনাগাজীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পুলিশের হাতে আটকের ৬ ঘণ্টা পর রাত ১২ টায় মুক্ত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে (একাংশের) সভাপতি এম আবদুল্লাহ ও তার ছোট বোন রাশেদা আক্তার।
একই সময় জামায়াত নেতা মাওলানা কালিম উল্যাহর বাড়ি থেকে আটক তার স্ত্রী ও শালিকাসহ জামায়াতের ৮ নারী কর্মীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে মামলা করেছে পুলিশ। সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বাদী হয়ে এ মামলা করেন। ওই বাসা থেকে জামায়াতের সাংগঠনিক বেশকিছু বই ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের উপজেলা জামায়াতের সাবেক আমীর কালিম উল্যাহর বাসায় একদল মহিলা নাশকতার পরিকল্পনা করে গোপন বৈঠকে মিলিত হয়েছে।
জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মাশকুর রহমান ও ওসি (তদন্ত) আবদুর রহিম সরকারের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এসময় সাংবাদিক নেতা এম আবদুল্লাহর তিন বোনসহ ৯ নারীকে আটক করে।
আরও পড়ুন: পাবনায় নির্বাচনী সহিংসতায় নিহত ১
তারা হলেন জেলা মহিলা জামায়াতের সেক্রেটারী শাহিদা আক্তার (৫০), সাংবাদিক এম আবদুল্লাহর বোন ও জামায়াত নেতা কালিম উল্লাহর স্ত্রী জাকিয়া আক্তার (৪২), রাশেদা আক্তার (৩৫), রাবেয়া আক্তার (২৯), মোসাম্মৎ জাহানারা বেগম (৪৩), মোসাম্মৎ লুৎফুন নাহার ( ৪৫), মোসাম্মৎ আমিনা বেগম (৪৫), মোছাম্মৎ শাহানাজ আক্তার (৫০) ও মোছাম্মৎ কুসুম আক্তার (৪৩)।
সাংবাদিক এম আবদুল্লাহ বলেন, ‘আটকের পাঁচ মিনিট আগেই ওই বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বাড়িতে আগে থেকে কারা ছিল সে বিষয়ে আমার কোন ধারনা নেই। নিজ উপজেলায় বোনের বাড়িতে প্রায় দেড় বছর পর বেড়াতে এসে একটি বিব্রতকর পরিস্থিতির শিকার হলাম। সাংবাদিক সংগঠনের নেতা হিসেবে আমার জন্য বিষয়টি লজ্জাজনক।’
সাংবাদিক এম আবদুল্লাহ সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের লমি পাটোয়ারী বাড়ির মরহুম মাওলানা নুরুল হুদার ছেলে।
জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মাশকুর রহমান বলেন, যাচাই-বাছাই শেষে সাংবাদিক নেতা এম আবদুল্লাহ ও তার সাথে ঢাকা থেকে বেড়াতে আসা বোন রাশেদা আক্তারকে ছেড়ে দেয়া হয়েছে। তবে একই বাসা থেকে আটক জামায়াতের বিভিন্ন পর্যায়ের নারী কর্মী বলে জানা গেছে। অন্যান্যদের গোপন বৈঠকে সংশ্লিষ্ট থাকায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
উপজেলা জামায়াতের সাবেক আমির মাও. কালিম উল্যাহ বলেন, তিনি নতুন বাসায় উঠেছেন হিসেবে আত্মীয়-স্বজনদের দাওয়াত দিয়েছেন। উদ্ধারকৃত বইগুলো ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়ের বলে তিনি দাবি করেন।
পড়ুন: খুলনায় অপহৃত কলেজছাত্র আমিনুরের মরদেহ উদ্ধার
সেগুনবাগিচা থেকে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২ বছর আগে