ভোলা-চরফ্যাশন সড়ক
ভোলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, বাস চলাচল বন্ধ
ভোলা, ১০ নভেম্বর (ইউএনবি)- ভোলায় বাসের চাপায় পিষ্ট হয়ে আবদুল হাসেম মাল (৮০) নামের এক বৃদ্ধের মুত্যু হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের ভোলা-চরফ্যাশন সড়কের তালতলী বাজার মসজিদের সামনে এ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত আবদুল হাসেম মাল সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড রুহিতা গ্রমের মালেগো বাড়ির আশাদ আলী মালের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বাড়িতে মেয়ে আসবে শুনে সকালে আবদুল হাসেম বাজারে মাছ কিনতে যান। দুপুরে ভোলার বাসস্ট্যান্ড থেকে তালতলী বাজারে বোরাক থেকে নেমে বাড়ি যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দিলে তিনি নিহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা সাংবাদিকদের জানান, ভোলা-চরফ্যাশন মহাসড়কে তালতলী নামক বাজারে আবদুল হাসেম মাল (৮০) নামের বৃদ্ধ রাস্তা পারাপারের সময় চরফ্যাশন থেকে ভোলাগামী দিগন্ত নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, বর্তমান যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনার পর ভোলা-চরফ্যাশন মহসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।
আরও পড়ুন: বরিশালে বাসচাপায় কনস্টেবল নিহত
নবাবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
৩ বছর আগে