বৃত্তিপ্রাপ্ত
রাশিয়ায় বৃত্তিপ্রাপ্তদের শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় বিদায় সভা
রুশ ফেডারেশন সরকার প্রদত্ত বৃত্তিপ্রাপ্ত রুশ ফেডারেশনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ২০২০-২০২১ সালে নির্বাচিত সকল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি ঐতিহ্যবাহী বিদায়ী সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার রাশিয়ান হাউসে এই সভার আয়োজন করা হয়।
সভায় ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখোতোভ উচ্চ শিক্ষার গন্তব্য হিসেবে রাশিয়াকে বেছে নেয়ার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্তের ওপর জোর দেন।
আরও পড়ুন: মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হচ্ছে রাজশাহীতে
তিনি বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পরে তারা অবশেষে রাশিয়ায় পৌঁছাতে সক্ষম হবে। তাদের সবার জন্য তার শুভকামনা জানিয়েছেন। তিনি স্মরণ করিয়ে দেন যে সোভিয়েত/রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলির পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশি স্নাতক দেশে ও বিদেশে মর্যাদাপূর্ণ এবং ভালো বেতনের চাকরি পেয়েছেন যারা এখন উচ্চ খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের সাথে সরকারি, বেসরকারি ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন।’
এ সময় সভায় বলা হয়, মহামারির করোনা কারণে প্রায় অনেক দিন লকডাউন ছিল।
বৈঠকে বাংলাদেশস্থ রুশ ফেডারেশনের দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর মিসেস একাতেরিনা এ. সেমেনোভা এবং সেকেন্ড সেক্রেটারি মিখাইল ভি. কাত্সুরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
এর মধ্যে রাশিয়ায় অধ্যয়নরত বেশ কয়েকজন শিক্ষার্থী রাশিয়ায় তাদের থাকার বাস্তব অভিজ্ঞতা ও শিক্ষাগত প্রক্রিয়া সম্পর্কিত কিছু দিক সম্পর্কেও কথা বলেন।
৩ বছর আগে