জিটি নিও ২
দেশের বাজারে এলো ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি নিও ২
ঢাকা, ১১ নভেম্বর (ইউএনবি)- গ্লোবাল লঞ্চ হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় বাংলাদেশে লঞ্চ হলো বছরের সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিয়েলমি জিটি নিও ২। সোমবার (৮ নভেম্বর) অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে পণ্যটি উন্মোচিত হয়েছে।
একইসাথে, প্রযুক্তিপ্রেমীদের জন্য দেশের বাজারে দুটি নতুন স্মার্টফোন রিয়েলমি সি২৫ওয়াই ও নারজো ৫০আই এবং দুটি এআইওটি ডিভাইস-রিয়েলমি প্যাড ও ব্যান্ড ২ -বাজারে এনেছে রিয়েলমি। পাশাপাশি, লঞ্চ হয়েছে জিটি নিও ২ এর সাথে সমন্বয় রেখে দুর্দান্ত ডিজাইন এবং ফিচারের রিয়েলমি বাডস এয়ার ২।
জিটি নিও ২ প্রথমেই নজর কাড়বে এর অসাধারণ নিও গ্রিন কালার এবং ডুয়েল গ্লাস ব্যাক ডিজাইনের কারণে। এই স্মার্টফোনটির চমৎকার ফিচার হলো এর স্টেইনলেস-স্টিল ভিসি কুলিং প্লাস প্রযুক্তি এবং চিপসেটে ইন্ডাস্ট্রির প্রথম ডায়মন্ড থার্মাল জেলের ব্যবহার-এটি ফোনের পারফরম্যান্সকে অক্ষুণ্ণ রাখবে। পাশাপাশি, হেভি গেমিং, মাল্টি-টাস্কিংয়ের সময় ফোনটি স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখবে।
আরও পড়ুন: বাংলাদেশে জিটি সিরিজের সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে রিয়েলমি
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ফাইভজি প্রসেসর ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ জিটি নিও ২ অত্যন্ত শক্তিশালী একটি ফোন। ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জ, ৮জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সম্বলিত ফোনটির নিও গ্রীণ রঙের সংস্করণ এখন বাজারে পাওয়া যাচ্ছে। পাশাপাশি, ৫ জিবি ভার্চ্যুয়াল র্যাম থাকায়, ব্যবহারকারী মোট ১৩ জিবি র্যাম পাচ্ছেন জিটি নিও ২-তে।
ফোনটি কিনতে পারবেন মাত্র ৩৯ হাজার ৯৯০ টাকায়। বিস্তারিত জানতে ক্লিক: https://cutt.ly/realmeGTNEO_2
কিছুদিন পূর্বেই জিটি মাস্টার এডিশন বাজারে আনার পর রিয়েলমি এখন বাজারে আনলো জিটি নিও ২।
রিয়েলমি’র প্রথম ৫০ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ৫ হাজার ০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি ও ১৮ ওয়াট কুইক চার্জার সমৃদ্ধ রিয়েলমি সি২৫ওয়াই ব্যবহারকারীদের দিবে নিরবিচ্ছিন্ন স্মার্টফোন অভিজ্ঞতা। এই ফোনে রয়েছে ইউনিসক টি৬১০ শক্তিশালী প্রসেসর, ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ। ক্রেতারা এ ফোনটি কিনতে পারবেন মাত্র ১৩ হাজার ৯৯০ টাকায়।
আরও পড়ুন: দারাজে নতুন রেকর্ড করল রিয়েলমি `জিটি মাস্টার এডিশন’
একইসাথে বাজারে আসা অলরাউন্ডার স্মার্টফোন নারজো ৫০আই ব্যবহারকারীদের দিবে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা। এর উচ্চ-ক্ষমতাসম্পন্ন পাঁচ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ওটিজি রিভার্স চার্জ দিবে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের নিশ্চয়তা। ফোনটির মিন্ট গ্রীণ ও কার্বন ব্ল্যাক কালারের বাজারের সবচেয়ে সাশ্রয়ী ৪জিবি/৬৪জিবি সংস্করণ এখন বাজারে পাওয়া যাচ্ছে। এর বাজারমূল্য মাত্র ১০ হাজার ৯৯০ টাকা।
এছাড়াও, রিয়েলমি বাজারে এনেছে বহুল প্রতীক্ষিত ৬.৯ মিলিমিটার আল্ট্রা স্লিম রিয়েলমি প্যাড। হেলিও জি৮০ গেমিং প্রসেসর সমৃদ্ধ এই ডিভাইস ব্যবহারকারীদের দিবে দুর্দান্ত সাউন্ড ও দেখার অভিজ্ঞতা। এই ডিভাইস টানা ৬৫ দিন স্ট্যান্ডবাই মোডে থাকতে পারবে এবং এতে টানা ১২ ঘন্টা ভিডিও দেখা যাবে। বাজারে এ ডিভাইসটি দুটি কালারে পাওয়া যাচ্ছে – রিয়েল গোল্ড ও রিয়েল গ্রে। ৩জিবি/৩২জিবি সংস্করণটির মূল্য ২০ হাজার ৯৯০ টাকা এবং ৪জিবি/৬৪জিবি সংস্করণটির মূল্য ২২ হাজার ৯৯০ টাকা।
আরও পড়ুন: বাজারে এল রিয়েলমির ফ্ল্যাগশিপ কিলার জিটি মাস্টার এডিশন
একইসাথে বাজারে আসা, ৩.৫ সেন্টিমিটারের বড় কালার ডিসপ্লে ও স্মার্ট এআইওটি কন্ট্রোল সমৃদ্ধ রিয়েলমি ব্যান্ড ২ – এর বাজারমূল্য ৩ হাজার ৪৯৯ টাকা। এতে ৯০ টি স্পোর্টস মোড রয়েছে এবং এটি দিচ্ছে ১২ দিনের ব্যাটারি লাইফের নিশ্চয়তা। পাশাপাশি, জিটি নিও ২ এর সাথে সমন্বয় রেখে দুর্দান্ত ডিজাইন এবং ফিচারের রিয়েলমি বাডস এয়ার ২ এর দাম মাত্র তিন হাজার ৪৯৯ টাকা।
৩ বছর আগে