সহিংসতায় যুবক নিহত
ইউপি নির্বাচন: কুমিল্লায় সহিংসতায় যুবক নিহত
সারাদেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে বৃহস্পতিবার কুমিল্লার মেঘনা উপজেলার মানিকর ইউনিয়নে এক যুবক নিহত ও ২০ জন আহত হয়েছেন।
নিহত শাওন মিয়া চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক।
স্থানীয়রা জানান,উপজেলার মানিকার ইউনিয়নের আমীরারাদ সরকারি প্রাথমিক কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হারুন-অর-রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জনের বেশি আহত হন।
আরও পড়ুন: সাবেক নারী ইউপি সদস্যের বাড়ির সামনে ইউপি সদস্যের লাশ
পরে আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. সালাউদ্দিন মোল্লা জানান, আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত ছয়জনের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
দেশব্যাপী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তিন হাজার ৩১০ জন প্রতিদ্বন্দ্বীসহ ৪১,০০০ এরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: প্রচারণার সময় হঠাৎ হামলায় পিরোজপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
৩ বছর আগে