বিসিক শিল্প এলাকা
নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া) শাহজাহান সিকদার ইউএনবিকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ফকির অ্যাপারেলস লিমিটেডে আগুন লাগে।
তিনি আরও জানান যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন: গাজীপুর হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, ৩৩টি দোকান পুড়ে ছাই
খুলনার সোনাডাঙায় কাগজের গোডাউনে আগুন ১ ঘন্টা পর নিয়ন্ত্রণে
১ বছর আগে
গাজীপুরে দুই কারখানায় আগুন
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় দুটি কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিল্প এলাকার ডাইসিন কেমিকেল কারখানার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রথমে কারখানার গুদামে বিকট শব্দে আগুন লাগে,পরে পাশের ছয়তলা ভবনের লাইফ টেক্সটাইল লিমিটেড কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর, কাশিমপুর মিনি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.আবদুল হামিদ মিয়া জানান,ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: হাটহাজারীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, বৃদ্ধাসহ দগ্ধ ৫
নাইজারে স্কুলে আগুন: ২০ শিশুর মৃত্যু
হালিশহরে কাঁচাবাজারে আগুন
৩ বছর আগে