‘ডি’ ইউনিট
চবির শাটল ট্রেনে যান্ত্রিক ত্রুটি, ১৫ মিনিট দেরিতে শুরু ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ব্রেক গিয়ার ভেঙে বিকল হয়ে পড়ায় ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে।
সোমবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসগামী এই শাটল বালুছড়া আসার পর এ ঘটনা ঘটে। পরে দ্রুত মেরামত করে শাটল ট্রেনটি সচল করা হয়।
তবে মাঝপথে শাটল বিকল হয়ে পড়ায় পরীক্ষায় দেরি হয়ে যাচ্ছে দেখে অনেকেই ভিন্ন পথ খোঁজেন ক্যাম্পাসে পৌঁছাতে। তবে ৩০ মিনিটের মধ্যে শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাউছার মাহমুদ বলেন, শাটলের ব্রেক গিয়ার ভেঙে গেছে। এতে ভর্তিচ্ছুরা ভোগান্তিতে পড়ে। অনেকেই বাস-ট্রাকে করে ক্যাম্পাসে যায়।
আরও পড়ুন: প্রশাসনিক পদ থেকে আরও ৩ চবি শিক্ষকের পদত্যাগ
এদিকে শাটল ট্রেন বিকলের কারণে ভর্তি পরীক্ষা ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন 'ডি' ইউনিটের কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদে ডিন অধ্যাপক সিরাজ-উদ-দৌলা।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে শুনেছিলাম। বিষয়টি আমাদের জানানো হলে পরীক্ষা ১৫ মিনিট পরে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, শাটলের সমস্যা হওয়ার খবর আমরা শুনেছি। বাস পাঠানো হয়। অনেককে বাসে আনা হয়েছে।
আরও পড়ুন: চবি প্রশাসন থেকে প্রক্টরসহ ১৭ জনের পদত্যাগ
১ বছর আগে
জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্মাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইট ((juniv-admission.org)-এ এই ফলাফল প্রকাশ করা হয়।
ডি ইউনিটে মোট আসন সংখ্যা ৩২০ টি। এর মধ্যে ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে ১৬০ টি করে আসন রয়েছে। মেধাক্রম অনুযায়ী মোট আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীদের ফলাফল পিডিএফ ফাইল আকারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পৃথকভাবে প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে ভর্তি সম্পর্কিত সকল তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রসঙ্গত, এবছর ‘ডি’ ইউনিটে ৩২০ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৯ হাজার ২২৬ টি। সে হিসেবে প্রতিটি সিটের বিপরীতে ২১৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।
আরও পড়ুন: জাবি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা: নওফেল
জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
২ বছর আগে