লেগুনা
মানিকগঞ্জে ধাক্কায় লেগুনা খাদে পড়ে নিহত ৪
মানিকগঞ্জ সদর উপজেলায় বাসের ধাক্কায় লেগুনা খাদে পড়ে ৪ জন যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঢাকা আরিচা মহাসড়কে ভাটবাউর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী যাত্রী রয়েছেন।
নিহতদের মধ্যে লেগুনার চালক জাহিদ (৩২) সদর উপজেলার ভাটবাউর গ্রামের মোতালেব মিয়ার ছেলে। এছাড়া যাত্রীদের মধ্যে পাথরাইল গ্রামের মহাদেব মোদক (৫২), বাগজান গ্রামের হোসনেয়ারা বেগম (৪০)। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ২
প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে জানা গেছে, ঘিওরের বানিয়াজুরী থেকে ছেড়ে আসা একটি লেগুনা ভাটবাউর এলাকায় থামিয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় পেছন দিক থেকে একটি বাস লেগুনাটিকে ধাক্কা দিলে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। খাদের কচুরী পানার মধ্যে লেগুনাটি তলিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারে লেগুনার ভেতরে আটকে থাকা দুই পুরুষ ও দুই নারীর লাশ উদ্ধার করা হয়। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, হতাহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খাদের মধ্যে আর কোনো যাত্রী কিংবা লাশ আছে কি না তা দেখা হচ্ছে।
এদিকে, দুর্ঘটনায় ঘিওর উপজেলার তরা এলার নাসির হোসেন ও সদর উপজেলার আটিগ্রাম এলাকার মুসা নামের দুই যাত্রী গুরুতর আহত হয়। এদের মধ্যে নাসির জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আর মুসাকে মূমুর্ষু অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার জানান, দুর্ঘটনায় বাসটি আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২
১ বছর আগে
মিরসরাই দুর্ঘটনায় লেগুনা চালক নিহত, আহত ১০
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান নামে এক লেগুনাচালকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত
নিহত চালক আব্দুর রহমান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগি ইউনিয়নের উত্তরবন্দর এলাকার মরহুম রুহুল আমিনের ছেলে।
স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা সড়কের পাশের ডোবায় পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ডোবায় ডুবে যাওয়া লেগুনাটির আরও ১০ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধারে করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন বলেন, আহত শ্রমিকদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। নিহত চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
১ বছর আগে
লেগুনা থেকে ছিটকে পড়ে ছাত্রীর মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তরে লেগুনা থেকে ছিটকে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তা আক্তার (১৬) স্থনীয় শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।
এদিকে দুর্ঘটনার পর ওই লেগুনার চালককে গ্রেপ্তারের দাবিতে লালপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে মুক্তার সহপাঠীরা।
আরও পড়ুন: ঢাবি এলাকায় ধাক্কা দিয়ে প্রাইভেটকার টেনে নিয়ে গেল নীলক্ষেতে, হাসপাতালে নারীর মৃত্যু
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুক্তা যাত্রীবাহী একটি লেগুনায় চড়ে পাশের গ্রামের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিল।
লালপুর বেড়ি বাঁধে পৌঁছালে লেগুনা থেকে নামতে গেলে ড্রাইভার গাড়ী টান দিলে হঠাৎ ছিটকে পড়ে সে মাথা ও বুকে গুরুতর আঘাত পায়।
তৎক্ষণাৎ স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ঘটনাটি জানার পর তিনি ও থানা-পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থল পরিদার্শনে যান।
এছাড়া লেগুনাটি জব্দ করা হয়েছে, তবে দুর্ঘটনার পর লেগুনার চালক পালিয়ে গেছেন। চালককে আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, মুক্তার মৃত্যুতে শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা চালককে দায়ী করে বিচারের দাবিতে বিক্ষোভে করছে। ঘণ্টাব্যাপী তাদের বিক্ষোভ ও সড়ক অবরোধ চলে। পরে পুলিশ আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসংগে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ইউএনবি কে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসি। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালককে আটক করতে অভিযান চলছে।
নিহতের আত্মীয় স্বজনরা তার লাশ ময়না তদন্ত ছাড়াই বাড়িতে নিয়ে যেতে চায়।
আরও পড়ুন: তুচ্ছ ঘটনায় ছুরিকাহত শজিমেক ছাত্রের মৃত্যু, বাবা-ছেলে গ্রেপ্তার
মৌলভীবাজারে মিনিবাসচাপায় মায়ের মৃত্যু, মেয়ে গুরুতর আহত
২ বছর আগে
সিলেটে লেগুনার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত
সিলেটে লেগুনার ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরে জৈন্তিয়া গেইট এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী ইউসুফ আহমদ (৭) জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ও কানাইঘাট উপজেলার মানিকগঞ্জে বাউর ভাগপূর্ব গ্রামের সৌদিআরব প্রবাসী বুলবুল আহমেদের ছেলে। বর্তমানে জৈন্তাপুরের ঘাটেরচটি গ্রামের আবু সাইদ (পোস্ট মাস্টার) এর বাড়িতে ভাড়া থাকেন বুলবুলের পরিবার।
আরও পড়ুন: সিলেটে ২৪ ঘণ্টায় সড়কে ৪ জনের প্রাণহানি
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফ স্কুল শেষে তার মায়ের সঙ্গেই বাড়ি ফিরছিলো। কিন্তু রাস্তা পারাপারের সময় জাফলংগামী দ্রুতগামী লেগুনা গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় সিএমএইচে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. কবির জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি এবং ঘাতক লেগুনা জব্দ করি।
কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম-সিলেটের মধ্যে দেড় ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
২ বছর আগে
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ কৃষিশ্রমিক নিহত
সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচ কৃষিশ্রমিক নিহত ও ছয় জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল বাশারের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাঁশবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম (৪৫) ও গুরুদাসপুর উপজেলার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।
পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোরে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রীবাহী একটি লেগুনা নাটোর যাওয়ার পথে সলঙ্গা থানার রামারচর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার তিন যাত্রী নিহত আরও আট জন আহত হয়।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে হায়দার আলী নামের একজন ও হাটিকুমরুল গোলচত্বর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। আহত অন্যদের সিরাজগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত লেগুনা ও ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে
সুনামগঞ্জে লেগুনা মালিক সমিতির উদ্যোগে সড়ক সংস্কার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া-জয়শ্রী সড়ক সংস্কারের কাজ শুরু করেছে স্থানীয় লেগুনা মালিক সমিতি। সপ্তাহখানেক ধরে সমিতির লোকজন নিজস্ব অর্থায়নে সড়কের সংস্কার কাজ করছে।
আগামী কিছু দিনের মধ্যে ধর্মপাশা থেকে জয়শ্রী পর্যন্ত লেগুনা চলাচল শুরু হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরটিআইপি) প্রকল্পের আওতায় ২০০৭ সালে ২১ কোটি টাকা ব্যয়ে ১০ কিলোমিটার ও পরবর্তীতে ১৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৫.১ কিলোমিটার সড়কের কাজ করা হয়।
আরও পড়ুন: সুনামগঞ্জে আঞ্জু হত্যা: ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল
নির্মাণ কাজে অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহার করায় এ সড়কের কান্দাপাড়া থেকে জয়শ্রী পর্যন্ত সাত কিলোমিটারের মধ্যে প্রায় চার কিলোমিটারই পুরোপুরি অকেজো হয়ে পড়েছে। ফলে জয়শ্রী ইউনিয়নবাসীসহ সুখাইড় রাজাপুর উত্তর, জামালগঞ্জ, তাহিরপুর ও সুনামগঞ্জগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কান্দাপাড়া থেকে জয়শ্রী বাজার পর্যন্ত সড়কের মাটি হাওরে বিলীন হয়ে গেছে। ব্লকগুলো এলোমেলোভাবে পড়ে আছে। সড়কের চারটির সেতুর উভয়পাশ থেকে মাটি সরে গেছে। জয়শ্রী বাজার সংলগ্ন সেতুটি পুরোপুরি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে কান্দাপাড়া ঢালা ও তার অদূরে পূর্ব দিকের সেতুর উভয়পাশে মাটি ফেলে কোনো রকমে চলাচলের ব্যবস্থা করে যাচ্ছে লেগুনা মালিক সমিতি।
লেগুনা মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, ‘বিকল্প সড়ক না থাকায় প্রত্যেক বছরই নিজস্ব অর্থায়নে আমরা সড়ক সংস্কার কাজ করে লেগুনা চালাই। সড়কটির বেহাল দশার কারণে বৈশাখে কৃষকেরা ধান বাজারজাত করতে পারেনা। আমরা দুইবার সড়ক সংস্কারের জন্য সরকারি টাকা পেয়েছি। আমাদের লেগুনা চালানোর স্বার্থে লাখ টাকার ওপরে খরচ করে সড়কটি সংস্কার করতে হয়। সড়কটি সংস্কার করতে ২০-২৫ দিন সময় লাগে। আমরা সরকারি সহযোগিতা কামনা করি।’
এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আরিফ উল্লাহ খান বলেন, ‘এ সড়ক মেরামতের জন্য প্রাক্কলন পাঠানো হয়েছে। লেগুনা মালিক সমিতি প্রতি বছরই সড়কে কাজ করে। আমাদের কাছে তারা সাহায্য চেয়েছে। কাজের মান ভালো হলে আমরা বিষয়টি দেখবো।’
আরও পড়ুন: সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত
চাঁদাবাজির প্রতিবাদে সুনামগঞ্জে বাস ধর্মঘট
৩ বছর আগে