নির্বাচন ব্যবস্থা
বিএনপি গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের অপচেষ্টা করছে: হাছান মাহমুদ
বিএনপি গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গত তিনটি জাতীয় নির্বাচনে বিএনপির ধ্বংসাত্মক ভূমিকার কথা তুলে ধরে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা (বিএনপি) অব্যাহতভাবে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে।’
কাতারের আমিরের রাষ্ট্রীয় সফরকে সামনে রেখে রবিবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন: কাতার আমিরের সফরে ৬ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই হবে: পররাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টায় মানুষ হত্যা করেছে এবং জনগণের সম্পত্তিতে অগ্নিসংযোগ করেছে।
তিনি বলেন, তারা চায় বিএনপি সংশোধন হোক, কিন্তু বিএনপি তা করতে ব্যর্থ হয়েছে। ‘এটা বিএনপির জন্য খুবই দুর্ভাগ্যজনক।’
আরও পড়ুন: রাশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি সমতা-বন্ধুত্ব: রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী
৮ মাস আগে
সরকার নির্বাচনী ব্যবস্থা ‘ধ্বংস’ করে দিয়েছে: বিএনপি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকতে ইচ্ছাকৃতভাবে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) নির্বাচনী সহিংসতায় অনেক মানুষ মারা গেছে। অথচ আগে সাধারণ মানুষ স্থানীয় সরকার নির্বাচনে উৎসাহের সাথে অংশ নিত, কিন্তু সরকার তা-ও ধ্বংস করে দিয়েছে।’
এক আলোচনা সভায় বক্তব্যে তিনি আরও বলেন, ‘ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের লোকজনকে যেভাবে ধারালো অস্ত্র, পিস্তল ও লাঠি হাতে দেখা গেছে তা অকল্পনীয়। কিন্তু মন্ত্রীরা বলছেন এটা একটা স্বাভাবিক ঝগড়া-ঝাটি। আমরা বলতে চাই এসব ঘটনার পেছনে সরকারের হাত রয়েছে।’
বিএনপি নেতা বলেন, সরকার অত্যন্ত সচেতন ও পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র ও রাজনীতিকে ধ্বংস করেছে। তাদের মূল উদ্দেশ্য এখানে কাউকে রাজনীতি করতে না দেয়া এবং এইভাবে তাদের ক্ষমতা স্থায়ী করা।’
ব্যাপক সহিংসতা সত্ত্বেও ইউপি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে বর্ণনা করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সমালোচনা করে ফখরুল বলেন, ‘এই ভদ্রলোকের (সিইসি) লজ্জা-শরম নেই।’
আরও পড়ুন: ইউপি নির্বাচন: দামুড়হুদায় তিন স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি এই অনুষ্ঠানের আয়োজন করে।
ফখরুল বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভার্চুয়াল সামিট ফর ডেমোক্রেসিতে ১০০টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু লজ্জার বিষয় যে সেখানে বাংলাদেশের নাম নেই। তার মানে দেশ এখন অগণতান্ত্রিক হিসেবে চিহ্নিত হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না।’
তিনি বলেন, বর্তমান সরকার এতটাই প্রতিহিংসাপরায়ণ যে অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না।
বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের ‘দুঃশাসনের’ কারণে জাতি কঠিন সময় পার করছে। এখন কেউ সুখী নয়। আমরা সবাই এখন অস্বস্তিতে ভুগছি।’
বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি সর্বস্তরের জনগণ ও সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
পড়ুন: দেশে গণতন্ত্রের বিকাশ অব্যাহত রয়েছে: ওবায়দুল কাদের
অভিযোজনের জন্য বরাদ্দ প্রয়োজন: তথ্যমন্ত্রী
৩ বছর আগে