ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষ
ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে নবাবগঞ্জে বাবা-ছেলে নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে বালু বোঝায় ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজীপুর গ্রামের শুক্রবার বিকাল ৫টায় দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বল্লভপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম (৩৫) ও তার শিশু ছেলে কাওছার হোসেন (৮)।
আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নাটোরে স্কুলশিক্ষক নিহত
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আশরাফুল ইসলাম পরিবার নিয়ে অটোবাইক যোগে আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়ি বল্লভপুর গ্রামে ফিরছিলেন। পথে রাস্তার বিপরীত দিক থেকে আসা বালু বোঝায় একটি ট্রাক্টরের সাথে অটোবাইকটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে শিশু কাওছার নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত কবিরুল ইসলাম, তার স্ত্রী, মেয়ে ও নবজাতক শিশুকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথে কবিরুর ইসলাম মারা যান।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা: কুড়িগ্রামে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
ওসি জানান, এ ঘটনায় বালু বোঝায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
৩ বছর আগে