নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল মুভি
রেড নোটিশ: নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল মুভি
বিশ্ব জুড়ে চলচ্চিত্রের নতুন মাত্রা ওটিটি প্ল্যাটফর্ম প্রেক্ষাগৃহকে মুভিপ্রেমীদের হাতের মুঠোয় এনে দিয়েছে। বাজেটের পাহাড় উপেক্ষা করে ঘরের আরামপ্রদ সিনেপ্লেক্সে দর্শকদের নিত্য-নতুন চমক উপহার দিয়ে যাচ্ছে নেটফ্লিক্স। সেই রেসে এবার সবাইকে ছাড়িয়ে গেলো রসন মার্শাল থার্বার পরিচালিত কমেডি-ক্রাইম সিনেমা ‘রেড নোটিশ’।
অ্যাকশন মুভিটি বানাতে মোট খরচ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃতে মুক্তি পাওয়া সিনেমাটি নেটফ্লিক্সের গ্রাহকরা ১২ নভেম্বর থেকে সিনেমাটি উপভোগ করতে পারবেন। এখন পর্যন্ত নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে ব্যয়বহুল এই মুভিটির আদ্যোপান্ত নিয়েই এবারের বিনোদনধর্মী ফিচার।
‘রেড নোটিশ’-এর কাহিনী
বিশপ নাম নিয়ে বিশ্বের নামকরা মূল্যবান শিল্পকর্মগুলো চুরি করে পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে সারা ব্ল্যাক। অন্যদিকে নোলান বুথ লোককে বোক বানিয়ে তাদের অর্থ আত্মসাৎ করতে ওস্তাদ। আর এই ধড়িবাজকে সাথে নিয়েই সেই বিশপের পিছে লেগেছে ইন্টারপোল এজেন্ট জন হার্টলি। এরকম গল্প নিয়েই হাস্যরস ও দুর্দান্ত অ্যাকশন স্টান্ট নিয়ে সামনে এগিয়েছে ‘রেড নোটিশ’-এর কাহিনী।
আরও পড়ুন: ১২ প্রেক্ষাগৃহে ‘রেহানা মরিয়ম নূর’
প্রথমে মুভিটি মুক্তি পাওয়ার কথা ছিল হলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স-এর ব্যানারে। পরবর্তীতে নেটফ্লিক্স সিনেমাটির প্রকাশের স্বত্ব কিনে নেয়।
‘রেড নোটিশ’ চলচ্চিত্রের নির্মাণ
২০১৬ এর ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স’ এবং ২০১৮ এর ‘স্কাইস্ক্র্যাপার’-এর পরে এই তৃতীয়বারের মত চলচ্চিত্র নির্দেশক থার্বার কাজ করলেন ‘দ্যা রক’ খ্যাত ডোয়েইন জনসনের সাথে।
থার্বার নিজে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন। এছাড়া বিউ ফ্লিন, অ্যাডা বাচেভ, হিরাম গার্সিয়া এবং ডোয়েইন জনসনের সাথে মুভিটির প্রযোজনায়ও রয়েছেন এই আমেরিকান মুভি পরিচালক।
আরও পড়ুন: ‘রোহিঙ্গা’: মুক্তির অপেক্ষায় ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের বাংলা ফিচার ফিল্ম
৩ বছর আগে