পঞ্চদশ অধিবেশন
সংসদে পেটেন্ট বিল পেশ
শতাব্দী প্রাচীন পেটেন্ট আইনকে আরও সময়োপযোগী করে তোলার লক্ষ্যে এবং মেধাস্বত্ত্ব অধিকারের সুরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে সংসদে বাংলাদেশ পেটেন্ট বিল-২০২১ পেশ করা হয়েছে।
রবিবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বিলটি উত্থাপন করেন। বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। আগামী ৩০ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিল অনুসারে, মালিককে ২০ বছরের জন্য যে কোনও উদ্ভাবনের পেটেন্ট দেয়া হবে এবং তারপরে তা সরকারি সম্পত্তিতে পরিণত হবে। প্রস্তাবিত আইনের অধীনে প্রযুক্তিগত উদ্ভাবনের যে কোনও একক উদ্ভাবক বা যৌথ উদ্ভাবকদের পেটেন্ট ইস্যু বা বাতিল করার জন্য একটি রেজিস্ট্রার অফিস থাকবে।
আরও পড়ুন: ডিজেল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সংসদে বিরোধী নেতাদের অসন্তোষ
২০২১ সালের ২২ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় বাংলাদেশ পেটেন্ট বিল ২০২১-এর খসড়া অনুমোদন হয়। যা ‘পেটেন্ট এণ্ড ডিজাইন্স অ্যাক্ট, ১৯১১'-এর পেটেন্ট সংক্রান্ত বিধানগুলো বাতিল করবে।
বয়লার্স বিল
এছাড়াও, শিল্পমন্ত্রী বয়লার-সম্পর্কিত দুর্ঘটনা রোধ এবং সেখানে মানসম্মত বয়লার নির্মাণ ও ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বয়লার বিল, ২০২১ সংসদে পেশ করেন।
পরে বিলটি সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিলটি বয়লার অ্যাক্ট,১৯২৩-কে প্রতিস্থাপন করবে।
আরও পড়ুন: একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু
একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু ১৪ নভেম্বর
৩ বছর আগে
একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন রবিবার বিকেল চারটায় শুরু হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বরের চতুর্দশ অধিবেশনের ৫৯ দিন পর আজকের অধিবেশন বসেছে।ওই অধিবেশনটি করোনা মহামারির কারণে মাত্র সাতটি বৈঠকের পরেই স্থগিত করা হয়েছিল।
অধিবেশনের শুরুতে স্পিকার এবারের সংসদের পঞ্চদশ অধিবেশনের জন্য পাঁচ সদস্যের প্যানেল অব চেয়ারম্যান মনোনীত করেন।
প্যানেল সদস্যরা হলেন শামসুল হক টুকু (পাবনা-১), এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬), নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), কাজী ফিরোজ রশিদ (ঢাকা-৬) ও বাসন্তী চাকমা (মহিলা আসন-৯)।
তারা স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কালানুক্রমিকভাবে হাউজের কার্যক্রম পরিচালনা করবে।
গত ১৭ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর ওপর প্রদত্ত ক্ষমতাবলে বর্তমান সংসদের পঞ্চদশ অধিবেশন আহ্বান করেন।
সংবিধান অনুসারে, একটি অধিবেশন শেষ হওয়া এবং পরবর্তী অধিবেশনে সংসদের প্রথম অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি সময় নেয়া যাবে না।
আরও পড়ুন: একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু ১৪ নভেম্বর
১৯৭২ এর সংবিধানে ফিরতে শিগগিরই সংসদে বিল পেশ: মুরাদ
জাতীয় আর্কাইভে কোন রেকর্ড নষ্ট করা যাবে না, সংসদে বিল পাস
৩ বছর আগে