বিরোধী নেতা
ডিজেল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সংসদে বিরোধী নেতাদের অসন্তোষ
জনদুর্ভোগ লাঘবের স্বার্থে সম্প্রতি সরকারের নেয়া সিদ্ধান্ত বাতিল করে ডিজেল ও দ্রব্যমূল্য কমানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন জাতীয় পার্টির দুই সংসদ সদস্য। রবিবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে মুজিবুল হক ও রুস্তুম আলী ফরাজী এ দাবি জানান।
কিশোরগঞ্জ-৩ আসনের এমপি মুজিবুল হক সংসদে তার বক্তব্যে বলেন, “দেশের সাধারণ মানুষ, বিশেষ করে গরিব মানুষ এখন ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রীর কাছে বলছি, দয়া করে জিনিসের দাম কমান, নয়তো ডিজেলের দাম বৃদ্ধির সাম্প্রতিক সিদ্ধান্ত প্রত্যাহার করুন, নয়তো বিকল্প ব্যবস্থা নিন।”
তিনি বলেন, সাধারন মানুষ যখন করোনা মহামারির ক্ষতি কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে, তখন হঠাৎ করেই ডিজেলের দাম বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু
মুজিবুল হক আরও বলেন, এবার ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হলেও আগের বার এত বড় দাম বাড়ানো হয়নি।
তিনি বলেন, সরকার এমন সময়ে এই সিদ্ধান্ত নিয়েছে, যখন করোনা মহামারির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার কারণে জনগণ খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই, ডিজেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বৃদ্ধি পেয়েছে। ফলে জনদুর্ভোগ আরও বেড়েছে।
পরবর্তীতে জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য পিরোজপুর-৩ আসনের এমপি রুস্তুম আলী ফরাজী জনস্বার্থকে প্রথম অগ্রাধিকার দিয়ে ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারকে অনুরোধ করেন।
তিনি আরও বলেন, “সরকারের উচিত ডিজেলের দাম কমানো নয়তো দামে ভর্তুকি দেওয়া। সরকারকে জনস্বার্থে ভর্তুকি দিতে হবে।”
আরও পড়ুন: একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু ১৪ নভেম্বর
সংসদে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিল’ পেশ
৩ বছর আগে