পেশ
মালয়েশিয়ার রাজার কাছে বাংলাদেশ হাই কমিশনারের পরিচয়পত্র পেশ
মালয়েশিয়ার রাজার কাছে পরিচয় পত্র পেশ করেছেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মো. শামীম আহসান।
বুধবার (৮ নভেম্বর) মালয়েশিয়ার রাজা য়াং ডি-পারতুয়ান আগোং আল-সুলতান আব্দুল্লাহ রিআ’য়াতুদ্দীন আল-মুস্তাফা বিল্লাহ শাহ ইবনি আল্মারহুম সুলতান হাজী আহমদ আল-মুস্তাই-ইন বিল্লাহ এর কাছে রাজদরবার ইস্তানা নেগারাতে মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে তিনি পরিচয়পত্র পেশ করেন।
আরও পড়ুন: তুরস্কের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র হস্তান্তর
পরিচয়পত্র প্রদানের পরে মালয়েশিয়ার রাজা হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আহসানকে উষ্ণ অভিনন্দন জানান এবং হাই কমিশনারকে দায়িত্ব পালনকালীন সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় হাই কমিশনার মালয়েশিয়ার রাজাকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। মালয়েশিয়ার রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তার শুভেচ্ছা জানান। হাই কমিশনার দু'দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মালয়েশিয়ার রাজা দু’দেশের মধ্যে বিদ্যমান ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি সক্ষমতা-বৃদ্ধিসহ অন্যান্য ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করাসহ দুদেশের সম্পর্ক দৃঢ়তর করার আশাবাদ ব্যক্ত করেন। পরিচয়পত্র দেওয়ার আগে হাই কমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্যালুট দেন রাজদরবারের ‘প্রেস্টিজ গার্ড’।
অনুষ্ঠানের শেষে হাই কমিশনার অন্যান্য রাষ্ট্রদূতের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগদান করেন। এ সময় যৌথ আলোচনায় হাই কমিশনার দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতিদানকারী প্রথম দেশ হিসেবে মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান। মালয়েশিয়া সরকারকে বাংলাদেশিদের বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আহসান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মালয়েশিয়ার উপপররাষ্ট্র মন্ত্রী দাতুক মোহাম্মদ বিন আলামিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতো সেরি আমরান বিন মোহাম্মদ জেইন, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান, রাজদরবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন।
উল্লেখ্য, বর্তমানে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চার বিলিয়ন ডলারের উপরে এবং মালয়েশিয়া বাংলাদেশে অষ্টম বৃহত্তম বিনিয়োগকারী দেশ।
আরও পড়ুন: সৌদি প্রবাসীদের জন্য চালু হচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা
রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত সুইস রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
১১ মাস আগে
সংসদে পেটেন্ট বিল পেশ
শতাব্দী প্রাচীন পেটেন্ট আইনকে আরও সময়োপযোগী করে তোলার লক্ষ্যে এবং মেধাস্বত্ত্ব অধিকারের সুরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে সংসদে বাংলাদেশ পেটেন্ট বিল-২০২১ পেশ করা হয়েছে।
রবিবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বিলটি উত্থাপন করেন। বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। আগামী ৩০ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিল অনুসারে, মালিককে ২০ বছরের জন্য যে কোনও উদ্ভাবনের পেটেন্ট দেয়া হবে এবং তারপরে তা সরকারি সম্পত্তিতে পরিণত হবে। প্রস্তাবিত আইনের অধীনে প্রযুক্তিগত উদ্ভাবনের যে কোনও একক উদ্ভাবক বা যৌথ উদ্ভাবকদের পেটেন্ট ইস্যু বা বাতিল করার জন্য একটি রেজিস্ট্রার অফিস থাকবে।
আরও পড়ুন: ডিজেল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সংসদে বিরোধী নেতাদের অসন্তোষ
২০২১ সালের ২২ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় বাংলাদেশ পেটেন্ট বিল ২০২১-এর খসড়া অনুমোদন হয়। যা ‘পেটেন্ট এণ্ড ডিজাইন্স অ্যাক্ট, ১৯১১'-এর পেটেন্ট সংক্রান্ত বিধানগুলো বাতিল করবে।
বয়লার্স বিল
এছাড়াও, শিল্পমন্ত্রী বয়লার-সম্পর্কিত দুর্ঘটনা রোধ এবং সেখানে মানসম্মত বয়লার নির্মাণ ও ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বয়লার বিল, ২০২১ সংসদে পেশ করেন।
পরে বিলটি সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিলটি বয়লার অ্যাক্ট,১৯২৩-কে প্রতিস্থাপন করবে।
আরও পড়ুন: একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু
একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু ১৪ নভেম্বর
২ বছর আগে