নটরডেম কলেজ
এবার ময়লাবাহী ট্রাকচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর
রাজধানীর টিকাটুলিতে বৃহস্পতিবার ভোরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী ট্রাকের ধাক্কায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত শপিং ব্যাগ ব্যবসায়ী স্বপন কুমার সাহা নারিন্দা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টা ৪৫ মিনিটে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশে টিটি পাড়া বাসস্ট্যান্ডে যাওয়ার পথে একটি ময়লাবাহী ট্রাক স্বপনকে বহনকারী একটি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ডিএনসিসির সেই ময়লাবাহী গাড়ির চালক গ্রেপ্তার
তবে ঘাতক গাড়িটিকে পুলিশ এখনো শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছেন ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার।
ওসি আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করছে।
এর আগে ২৪ নভেম্বর, বুধবার গুলিস্তান এলাকার গোলচত্তরে ডিএসসিসির ময়লাবাহী ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজের ১৭ বছর বয়সী এক ছাত্র নিহত হয়।
নটরডেম কলেজের ছাত্রের মৃত্যুর একদিন পর ২৫ নভেম্বর নগরীর পান্থপথ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গাড়ির চাকায় পিষ্ট হন মগবাজারের ছাপাখানার এক ব্যবসায়ী।
আরও পড়ুন: সিটি করপোরেশনের ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজছাত্রের মৃত্যু
নটরডেম শিক্ষার্থীর মৃত্যু: ডিএসসিসির ৯ চালক সাময়িক বরখাস্ত
২ বছর আগে
নটরডেম শিক্ষার্থীর মৃত্যু: ডিএসসিসির ৯ চালক সাময়িক বরখাস্ত
রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) ময়লাবাহী ট্রাকের চাকায় নটরডেম কলেজের ছাত্র নাইম হাসানের মৃত্যুর ঘটনায় ডিএসসিসির নয় চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অবৈধভাবে বরাদ্দকৃত গাড়ি চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়াও চালকদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও অযোগ্যতার অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। তবে ডিএসসিসির চালকরা সাময়িক বরখাস্তের সময় খাদ্য ভাতা পাবেন।
আরও পড়ুন: সিটি করপোরেশনের ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজছাত্রের মৃত্যু
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের সোমবার জানান, ডিএসসিসির বরখাস্ত হওয়া নয়জন কর্মীর মধ্যে সাতজন ময়লাবাহী ট্রাক চালান। তারা হলেন- কাওসার আলী, বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আবদুল্লাহ, জামাল উদ্দিন, কবির হোসেন এবং রবিউল আলম। অন্যরা হলেন হালকা যানবাহন চালক আজিম উদ্দিন ও নুর জালাল শিকদার।
ডিএসসিসির সচিব আকরামুজ্জামানের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, গাড়িগুলো ডিএসসিসির নিবন্ধিত চালকদের জন্য বরাদ্দ করা হয়েছিল যারা অবৈধভাবে অন্য চালকদের গাড়িগুলো চালাতে দিতো। এ কারণেই প্রায়শই দুর্ঘটনা ঘটে, মানুষের জীবন নষ্ট হয় এবং সম্পদের ক্ষতি হয়।
২৪ নভেম্বর ডিএসসিসির ময়লাবাহী ট্রাকের চাপায় নাইমের মৃত্যুর ঘটনায় ডিএসসিসির পরিবহণ বিভাগের কর্মকর্তারা অনিয়মের বিষয়ে সজাগ হয়ে ওঠেন।
আরও পড়ুন: নটর ডেম কলেজছাত্রের মৃত্যু: ময়লার গাড়ির মূল চালক গ্রেপ্তার
৩ বছর আগে
কলেজ ছাত্রের মৃত্যু: ডিএসসিসি’র ২ পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত, একজন সাময়িক বরখাস্ত
অবৈধভাবে ময়লা ফেলার ট্রাক বরাদ্দ নিয়ে অন্য কাউকে চালাতে দেয়ার অভিযোগে বৃহস্পতিবার দুই পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত এবং এক জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ উপায়ে ট্রাক বরাদ্দ নেয়ার অভিযোগে পরিচ্ছন্নতাকর্মী মো. হারুন মিয়া এবং ড্রাইভিংয়ে সহায়তার জন্য মো. আব্দুর রাজ্জাককে বরখাস্ত করা হয়েছে।
করপোরেশনের আরেক চালক মো. ইরান মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে এবং অবৈধভাবে বরাদ্দকৃত একটি ট্রাক অন্য কাউকে চালাতে দেয়ার জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।
আরও পড়ুন: ডিএনসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যুতে তদন্ত কমিটি
ডিএসসিসি পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্বহীনতার কারণে বুধবার নগরীর গুলিস্তান এলাকার গোলচত্বরে রাস্তা পার হওয়ার সময় ময়লার ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
ডিএমপির মতিঝিল রেঞ্জের উপ-পুলিশ কমিশনার মো.এ আহাদ জানান, ওই এলাকায় টহল পুলিশ চালক রাসেল খানকে আটক করে ট্রাকটি জব্দ করেছে।
এ ব্যাপারে নাইমের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে পল্টন থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা বলেন, রাসেলকে ডিএসসিসি চালক হিসেবে নিয়োগ দেয় হয়নি এবং তার কোনো ড্রাইভিং লাইসেন্সও নেই।
ডিএসসিসির চালক হারুন রাসেলকে তার অনুপস্থিতিতে গাড়ি চালাতে দিতেন বলে জানান তিনি।
আরও পড়ুন: এবার ডিএনসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
সিটি করপোরেশনের ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজছাত্রের মৃত্যু
৩ বছর আগে
নটরডেম কলেজ ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ অব্যাহত
নটরডেম কলেজের ছাত্র নাইম হাসানের মৃত্যুর প্রতিবাদে ও সড়ক নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার ঢাকা মহানগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে।
বুধবার সড়ক দুর্ঘটনায় নাইমের মৃত্যুর প্রতিবাদে মতিঝিলের শাপলা চত্বর, ফার্মগেট, উত্তরার আজমপুর, আসাদগেট, মিরপুর, গুলিস্তান ও বেইলি রোডের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে।
বিক্ষোভের কারণে নগরীর বিভিন্ন স্থানে যানবাহন চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আরও পড়ুন: সিটি করপোরেশনের ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজছাত্রের মৃত্যু
৩ বছর আগে
সিটি করপোরেশনের ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজছাত্রের মৃত্যু
রাজধানীর গুলিস্তান এলাকার গোলচত্বরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী ট্রাকের ধাক্কায় বুধবার নটরডেম কলেজের এক ছাত্র নিহত হয়েছে।
নিহত নাইম হাসান (১৭) লক্ষ্মীপুর জেলার শাহ আলম দেওয়ানের ছেলে ও কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকাল সাড়ে ১১টার দিকে নাঈম ওই এলাকায় রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাক তাকে ধাক্কা দেয়, এতে তিনি আহত হন। পরবর্তীতে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ গাড়িটি জব্দ ও ট্রাক চালককে আটক করেছে।
আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত
মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যক্তি নিহত
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থী নিহত
৩ বছর আগে
প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিদের স্মরণ করল ‘বঙ্গীয় সাহিত্য সংসদ’
করোনাকালীন সময়ে মারা যাওয়া প্রয়াত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিদের এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করল বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ।
রবিবার সন্ধ্যায় একাডেমির উন্মুক্ত মঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্মরণে শ্রদ্ধা’ অনুষ্ঠানে প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, বীর উত্তম সিআর দত্ত এবং কিংবদন্তি ভারতীয় বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ করা হয়।
এছাড়াও স্মরণ করা হয় ঢাকায় নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতাদের একজন ফাদার আরডব্লিউ টিম, বিশিষ্ট শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী, নাট্য অভিনেতা আলী যাকের, সাংবাদিক কামাল লোহানী, লেখক বুদ্ধদেব গুহ, রূপালী পর্দার অভিনেতা সারা বেগম কবরীকে। মুক্তিযোদ্ধা আবু ওসমান চৌধুরী, বাংলা একাডেমির সাবেক চেয়ারম্যান ও লোকসাহিত্যিক শামসুজ্জামান খান, লেখক শঙ্খ ঘোষ, লেখক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, কিংবদন্তি বাঁশি বাদক ইন্দ্র মোহন রাজবংশী, বিশিষ্ট গায়ক এন্ড্রু কিশোর, ফোক আইকন ফকির আলমগীর ও ঔপন্যাসিক খাতুন রাবেয়ার প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
আরও পড়ুন: সুলতানের শিল্পকর্ম গবেষণায় অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র
অভিনেতা-নাট্যকার ডক্টর এনামুল হক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সুরকার আজাদ রহমান, বিশিষ্ট সাংবাদিক আতিকুল্লাহ খান মাসুদ, কিংবদন্তি চিত্রশিল্পী মুর্তজা বশীর, নাট্যকার আফসার আহমেদ, অভিনেতা মাহমুদ সাজ্জাদ, কবি অলোকেরঞ্জন দাশগুপ্ত, সুফিয়া আহমেদ, লেখক দেবেশ রায়, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী, রবীন্দ্র গবেষক মিতা হক, রূপালী পর্দার কিংবদন্তি এটিএম শামসুজ্জামান, সাংবাদিক রাহাত খান, কালী ও কলমের সাবেক সম্পাদক আবুল হাসনাত, রক আইকন আইয়ুব বাচ্চু ও মান্নান হীরাকেও স্মরণ করা হয়।
মঞ্চসারথি আতাউর রহমান, রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নুর, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, এম হামিদ, লিয়াকত আলী লাকী ও সারা যাকের সহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অনুষ্ঠানে যোগ দেন এবং প্রয়াত ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
আরও পড়ুন: কালিদাস কর্মকারের স্মরণে গ্যালারি কসমসের দিনব্যাপী আয়োজন
৩ বছর আগে