ট্রেন-অটোরিকশা সংঘর্ষ
বোয়ালমারীতে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেন-অটোরিকশা সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ববনমালীপুর-নড়াইল রেল স্টেশন এলাকায় অরক্ষিত একটি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল খান (২৫) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার নড়াইলখান গ্রামের নাজির খানের ছেলে। সোহেল ক্ষতিগ্রস্ত অটোরিকশার চালক ছিলেন।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, তিন ভাই-বোনের মধ্যে মেজো সোহেল খান অটোরিকশা চালাতেন। সকালে তিনি অটো নিয়ে বের হন। পরে অরক্ষিত ওই রেল ক্রসিং পার হওয়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের গোবড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী 'টুঙ্গীপাড়া এক্সপ্রেস'-র সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোচালক সোহেল খান নিহত হন। এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা: কুড়িগ্রামে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই রেলক্রসিংয়ের উভয় পাশে দোকান থাকায় এবং গেটম্যান না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
৩ বছর আগে